1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভালোবাসা দিবসের উপহার

১২ ফেব্রুয়ারি ২০১৪

শুক্রবার ‘ভ্যালেন্টাইনস ডে’ বা ভালোবাসা দিবস৷ এদিন ভালোবাসার মানুষকে কি উপহার দেয়া যায়, তা নিয়ে নিশ্চয় অনেকে চিন্তাভাবনা করছেন৷ তাঁদের সুবিধার্থে এগিয়ে এবার এসেছেন বাংলাদেশের বেশ কয়েকজন ব্লগার৷

https://p.dw.com/p/1B7IJ
ছবি: Fotolia/zorana

সামহয়্যার ইন ব্লগে আশিক আহমেদ বাপ্পী পোস্টের শিরোনাম ‘‘ভ্যালেনটাইন টিপস''৷ সেখানে তিনি উপহার হিসেবে কি দেয়া যেতে পারে তার একটা তালিকা করে দিয়েছেন৷ প্রথমেই তিনি চিঠি লেখার পরামর্শ দিয়েছেন৷ এক্ষেত্রে তাঁর যুক্তি হলো, ‘‘আজকাল আর কেউ চিঠি লেখে না৷ সবাই ই-মেল/এসএমএস/ফেসবুকে ভালোবাসার মানুষকে উইশ করে ফেলে৷ সুতরাং আপনি চিঠি লিখতে পারেন, কিছুটা ব্যাতিক্রম হবে৷''

বাপ্পীর উপহারের তালিকায় আরও আছে চকলটে, কার্ড, ডলস বা টেডি, ফুল ইত্যাদি৷ তিনি লিখেছেন, ‘‘পৃথিবীতে এমন মেয়ে কম পাওয়া যাবে যারা চকলেট পছন্দ করে না৷'' আর কার্ডের ক্ষেত্রে বাপ্পীর পরামর্শ কার্ড কেনার পর তার উপর কিছু একটা লেখা; সেটা কবিতার কোনো লাইনও হতে পারে৷

ফুল নিয়ে এই ব্লগারের কথা, ‘‘ভ্যালেনটাইনস ডে অথচ ফুল দিবেন না, এটা কি হয়?? ছোট বড় মাঝারি সাইজের অনেকগুলা লাল গোলাপ কিনুন৷ তারপর সবকিছু সুন্দর করে একটা ঝুড়িতে প্যাকেট করুন৷ সেখানে কিছু গোলাপ পাপড়ি ছিটিয়ে দিন৷ তারপরে তাকে নিয়ে রিকশায় ঘুরে বেড়ান৷ ভালো কোথাও খেতে যান৷ তার হাত ধরে থাকুন, চোখের দিকে তাকিয়ে বলুন – আই লাভ ইউ৷ আই লাভ ইউ৷''

এরপর বিবাহিতরা কীভাবে ভালোবাসা দিবস পালন করতে পারেন তারও কিছু পরামর্শ দিয়েছেন বাপ্পী৷

এদিকে, আমারব্লগে ভালোবাসা দিবসের সম্ভাব্য উপহার বিষয়ে পোস্ট দিয়েছেন ব্লগার আমিন৷ তিনি উপহার হিসেবে ফুলের পাশাপাশি পছন্দ করেন বই৷ তাঁর পরামর্শ হচ্ছে, ভালোবাসার মানুষটিকে তার পছন্দের বই উপহার দেয়া যেতে পারে৷ ‘‘কখনো নিজের পছন্দের বই কিনে তাকে দিবেন না কারণ আপনি স্ট্রবেরি পছন্দ করলেও ওই স্ট্রবেরি দিয়ে কিন্তু মাছ ধরা যায় না৷ বড়শি দিয়ে মাছ ধরতে চাইলে তাকে তার পছন্দের খাবারটি দিতে হবে৷''

তবে ব্লগার আমিন মনে করেন, একজন ভালোবাসার মানুষের জন্য শপথের চেয়ে আর কোনো বড় উপহার থাকতে পারে না৷ তিনি লিখেছেন, ‘‘...উপরের উল্লেখিত উপহারগুলো হয়ে থাকে শুধু শুভেচ্ছা আদান প্রদানের জন্য৷ একজন ভালোবাসার মানুষের জন্য শপথের চেয়ে আর কোনো বড় উপহার থাকতে পারে না৷ শপথ করার আগে ভেবে নিন, আজ ভালোবাসার মানুষ হিসেবে যে আপনার পাশে অবস্থান করেছে, সে এই বিশেষ দিনে অন্য কারো সাথেও হয়ত থাকতে পারত৷...তাই ভালোবাসা দিবসের এই দিনে তার কোমল দুটি হাতের উপর হাত রেখে শপথ করুন তাকে কোনো দিন না ছেড়ে যাবার৷ শপথ করুন তাকে কোনো কষ্ট না দেবার৷ শপথ করুন তার সাথে কোনোদিন বিশ্বাসঘাতকতা না করার৷''

সংকলন: জাহিদুল হক

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য