1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তেলেঙ্গানার জন্ম

অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি৩ জুন ২০১৪

ভারতের দক্ষিণী রাজ্য অন্ধ্র প্রদেশ বিভাজনের দীর্ঘ আন্দোলনের পর অবশেষে গঠিত হলো নতুন রাজ্য তেলেঙ্গানা, যার প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে সোমবার শপথ নিলেন আন্দোলনের প্রাণপুরুষ কে চন্দ্রশেখর রাও৷

https://p.dw.com/p/1CAeX
Indien neuer Bundesstaat Telangana 02.06.2014
ছবি: Noah Seelam/AFP/Getty Images

সীমান্ধ্র নামে বিভাজিত অপর রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে চন্দ্রবাবু নাইডু আগামী ৮ জুন শপথ নেবেন৷

১৯৬০ সাল থেকে শুরু হওয়া দীর্ঘ প্রতিবাদ, আন্দোলন এবং আনুষ্ঠানিক প্রক্রিয়ার পর অবশেষে ভারতের ২৯তম রাজ্য হিসেবে ভূমিষ্ঠ হলো তেলেঙ্গানা, যার প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি, সংক্ষেপে টিআরএস দলের সর্বাধিনায়ক কে চন্দ্রশেখর রাও৷

সদ্য শেষ হওয়া সংসদীয় নির্বাচনের সঙ্গে তেলেঙ্গানা বিধানসভার ১১৯টি আসনেও ভোট হয়, তাতে টিআরএস পার্টি পায় ৬৩টি আসন৷ প্রধান নির্বাচনি ইস্যু ছিল অন্ধ্র বিভাজন৷ সংসদীয় নির্বাচনের আগেই অন্ধ্র প্রদেশ বিভাজনের সিলমোহর দিয়েছিল সাবেক মনমোহন সিং-এর কংগ্রেস জোট সরকার৷ ঠিক হয়েছিল ২০১৪ সালের অন্ধ্র প্রদেশ পুনর্গঠন আইন অনুসারে অন্ধ্র প্রদেশ ভেঙে গঠিত হবে দুটি পৃথক রাজ্য, তেলেঙ্গানা আর সীমান্ধ্র৷

চন্দ্রশেখর রাও এখন তেলেঙ্গানা রাজ্যের ৪ কোটি লোকের ভাগ্যনিয়ন্তা৷ শপথ গ্রহণের পর তিনি বলেন দুর্নীতিমুক্ত, গরিববান্ধব এক মডেল রাজ্য হিসেবে তেলেঙ্গানাকে গড়ে তোলাই তাঁর সামনে বড় চ্যালেঞ্জ৷ ইতিমধ্যেই তিনি দলিতদের জন্য ঘোষণা করেছেন এক গুচ্ছ কল্যাণ প্রকল্প৷ চলতি আর্থিক বছরের বাজেটে তিনি ৫০ হাজার কোটি টাকা বরাদ্ধ করবেন দলিত সম্প্রদায়ের কল্যাণে৷ যেমন, দলিত পরিবারদের দেয়া হবে তিন একর করে কৃষি জমি, সেচের সুবিধাসহ৷

পৃথক তেলেঙ্গানা গঠনে গোটা রাজ্যজুড়ে আনন্দের প্লাবন দেখা যায়৷ একদিন আগে থেকেই উৎসবে মুখরিত হয়ে ওঠে দুই রাজ্যের যুগ্ম রাজধানী হায়দ্রাবাদ৷ যদিও সেটা পড়েছে তেলেঙ্গানার ভাগে৷ ১০ বছর সেটা থাকবে দুই রাজ্যের যুগ্ম রাজধানী৷ সাংস্কৃতিক অনুষ্ঠান, হায়দ্রাবাদি বিরিয়ানি, মিষ্টি বিতরণ, আতশবাজি, আবির দিয়ে রাঙানো হয় স্বপ্নপূরণের আনন্দ৷

এবার অবিভক্ত অন্ধ্র প্রদেশের পরিসম্পদ ভাগের পালা, যেটা বেশ জটিল এবং সময়সাপেক্ষ মনে করছেন বিশেষজ্ঞ ব্যক্তিরা৷ যেমন, নদীর জল, বিদ্যুৎ, সরকারি কর্মচারিদের বদলি ইত্যাদি৷ অপরদিকে ১৭৫টি আসনের সীমান্ধ্র বিধানসভা ভোটে ১০৬টি আসন দখল করে সংখ্যাগরিষ্ঠতা পায় চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম পার্টি, বিজেপির সঙ্গে জোট বেঁধে৷

Karte Indien Telangana Andhra Pradesh Englisch
তেলেঙ্গানা রাজ্য

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও আগে তেলেগু পার্টির নেতা ও মন্ত্রী ছিলেন৷ পৃথক তেলেঙ্গানা রাজ্যের দাবিতে তিনি তেলেগু দেশম পার্টি ছেড়ে গঠন করেন তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি, টিআরএস৷ সেই থেকে চন্দ্রশেখর রাও এবং তেলেঙ্গানা বিরোধী চন্দ্রবাবু নাইডুর মধ্যে তীব্র বিরোধ৷

ইতিহাস

পৃথক তেলেঙ্গানা রাজ্য গঠনের সূত্রপাত হয়েছিল কীভাবে? ১৯৫০ সালের ২৬ জানুয়ারি দেশের সংবিধান রচনার পর ১৯৫৬ সালে রাজ্য পুনর্গঠনের প্রয়োজন দেখা দেয়৷ ঐ বছর সুপ্রিমকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ফজল আলির নেতৃত্বে গঠিত হয় তিন সদস্যের রাজ্য পুনর্গঠন কমিশন৷ ১৯৫৫ সালে কমিশনের দেয়া রিপোর্ট সংসদে পাস হয় পরের বছর৷ সেই অনুসারে গঠিত হয় ভাষাভিত্তিক ১৪টি রাজ্য এবং ছয়টি কেন্দ্রশাসিত অঞ্চল৷ এরপর বিভিন্ন সময়ে তার পরিবর্তন ও পরিবর্ধন করে আজ হয়েছে ২৯টি রাজ্য৷ যেমন, গুজরাট একসময়ে ছিল বোম্বাই রাজ্যের অঙ্গ, পরে ১৯৬০ সালে গুজরাটকে দেয়া হয় পৃথক রাজ্যের মর্যাদা৷ ১৯৬৬ সালে পাঞ্জাবকে ভাগ করে হরিয়ানা হয় নতুন রাজ্য৷ তেমনি এককালীন মহিশুর রাজ্য থেকে আলাদা করে গঠিত হয় আজকের কর্নাটক রাজ্য৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য