1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতে প্রবল বৃষ্টি, বন্যা, ধস, মৃত ১৭০

২৬ জুলাই ২০২১

ভারতের তিন রাজ্যে বন্যা পরিস্থিতি খারাপ হয়েছে। মারা গেছেন ১৬১ জন। হিমাচলে ধসে মারা গেছেন নয় জন।

https://p.dw.com/p/3y42i
মহারাষ্ট্রের কোলাপুরে বন্যার ছবি। ছবি: AP Photo/picture alliance

বন্যা পরিস্থিতি সব চেয়ে খারাপ মহারাষ্ট্রে। প্রবল বৃষ্টির পর বন্যা ভাসিয়ে দিয়েছে একাধিক জেলা। সবমিলিয়ে মহারাষ্ট্রে বন্যা ও ধসের ফলে মাটি চাপা পড়ে মারা গেছেন ১৪৯ জন। অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানায় বন্যার বলি ১২ জন। হিমাচলে হঠাৎ ধস নেমে মারা গেছেন নয় জন পর্যটক।

মহারাষ্ট্রে সব চেয়ে বেশি মানুষ মারা গেছেন রায়গড়ে ৬০ জন। তারপর সাতারাতে ৪১ জন, থানেতে ১২, কোলাপুরে সাত, মুম্বইয়ে চার এবং পুণেতে দুই জন মারা গেছেন।

উদ্ধব ঠাকরের রাজ্যে বন্যার অবস্থা ভয়াবহ। সব কিছু জলের তলায় চলে গেছে। কোলাপুরে সর্বত্র জল। বিচ্ছিন্ন দ্বীপের মতো জলের মধ্যে কিছু বাড়ি জেগে আছে। পুণে-বেঙ্গালুরু সড়ক জলের তলায়। গ্রামগুলির অবস্থা ভয়াবহ। বন্যাক্রান্ত জেলাগুলি থেকে হাজার হাজার মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

মহারাষ্ট্রে প্রায় একশ জন নিখোঁজ। রায়গড়ে প্রবল বৃষ্টির পর ধস নেমেছে। কাদামাটির তলায় প্রচুর মানুষ এখনো আটকে আছেন। তাদের বাঁচার সম্ভাবনা কম।

Deadly landslides following heavy rains in India
মহারাষ্ট্রে ধসের পর উদ্ধারে এনডিআরএফ কর্মীরা। ছবি: NDRF/Reuters

হিমাচলে ধসে মৃত নয় পর্যটক

হিমাচলের সাংলায় দিন দুই আগে ধস নামে। বড় বড় বোল্ডার এসে পড়ে নদীর উপরে সেতুতে এবং পর্যটকদের গাড়ির উপরে। নয়. জন পর্যটকের মৃত্যু হয়। ভিডিওতে দেখা যাচ্ছে, একটি পাহাড়ের মাথা থেকে বোল্ডার তীব্র গতিতে নেমে এসে আছড়ে পড়ছে নদীর সেতুর উপর। সেতু ভেঙে পড়ছে।

Landslide kills nine in northern Indian state
হিমাচলে ধসের ছবি।ছবি: Reuters

কিছুদিন আগেই হিমাচলের ধর্মশালায় মেঘ ফাটা বন্যায় গাড়ি ভেসে গেছে। উত্তরাখণ্ডে একই কারণে তিনজনের মৃত্যু হয়েছে। বর্ষার শুরুতেই প্রকৃতির তাণ্ডবে একের পর এক দুর্ঘটনা ঘটছে।

জিএইচ/এসজি(পিটিআই, এএনআই)