1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতে ওয়ালমার্টের যৌথ উদ্যোগে যবনিকা

অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি১১ অক্টোবর ২০১৩

বিশ্বের অন্যতম বৃহৎ খুচরো ব্যবসা – চেন কোম্পানি ওয়ালমার্টের সঙ্গে ভারতী এন্টারপ্রাইজের গাঁটছড়ার ইতি হয়ে গেল৷ উভয় কোম্পানি এবার স্বাধীনভাবে নিজেদের খুচরো ব্যবসা চালাবে৷

https://p.dw.com/p/19xZS
ছবি: AP

ভারতী এন্টারপ্রাইজেস এবং খুচরো ব্যবসা ও সুপারমার্কেট চেনের শীর্ষ সংস্থা মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়ালমার্টের মধ্যে ৬ বছরের যৌথ উদ্যোগে ইতি টানা হলো৷ দুই কোম্পানির এক যৌথ বিবৃতিতে বলা হয়, খুচরো ব্যবসায় তাদের ফ্র্যাঞ্চাইজি চুক্তি বাতিল করে এবার তারা স্বাধীনভাবে ভারতে নিজেদের পৃথক পৃথক মডেলে ব্যবসা চালাবে৷ তবে তা হবে ভারতের নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদনসাপেক্ষ৷ অনুমোদিত হবার পর ‘ক্যাশ-অ্যান্ড-ক্যারি' যৌথ উদ্যোগের ৫০ শতাংশ শেয়ার ওয়ালমার্ট কিনে নেবে ভারতী এন্টারপ্রাইজের কাছ থেকে৷ ভারতী-ওয়ালমার্ট ‘বেস্ট প্রাইস মডার্ন হোলসেল' ব্র্যান্ডের অধীনে ২০টি পাইকারি স্টোর চালাতো৷

ভারতে ওয়ালমার্টের বিনিয়োগের মধ্যে আছে ক্যাশ-অ্যান্ড-ক্যারি ছাড়াও সাপ্লাই-চেন পরিকাঠামো, কৃষক তথা উৎপাদকদের কাছ থেকে সরাসরি মালপত্র কেনা ইত্যাদি৷ কোম্পানির মুখপাত্র জানান, ‘‘ভারতে আমরা মানুষের উপকারে কাজ করতে চাই৷ অবদান রাখতে চাই পরিবেশ এবং সামাজিক ক্ষেত্রে৷ সে জন্য মাল্টি-ব্র্যান্ড খুচরো ব্যবসার অনুকূল পরিবেশ গড়ে তুলতে সরকার বা আগ্রহী কোম্পানিগুলির সঙ্গে কাজ করতে চাই, যাতে প্রত্যক্ষ বিদেশি বিনিযোগের পথ সুগম হয়৷''

*** FILE *** Exterior of Walmart in San Jose, Calif., Wednesday, Aug. 13, 2008. Wall Street received more signs of a deep economic slump Thursday Nov. 13, 2008, as Wal-Mart Stores Inc. narrowed its full-year earnings guidance. The news sent stock index futures falling before the start of trading. (AP Photo/Paul Sakuma)
ছবি: AP

অন্যদিকে ভারতী এন্টারপ্রাইজের শীর্ষ ব্যক্তি রাজন মিত্তাল বলেছেন, ‘‘ভারতে আমাদের বাণিজ্যিক ভিত মজবুত৷ ব্যবসা বাড়াতে অসুবিধা হবে না৷ বিশেষজ্ঞদের মতে, গত কয়েক মাসে দুই কোম্পানির মধ্যে সম্পর্ক তলানিতে আসায় এই সহযোগিতা ছিন্ন হওয়াটা ছিল অনিবার্য৷ বিশেষ করে ১০ কোটি ডলারের আর্থিক লেনদেনে দুর্নীতির গন্ধ পেয়ে সরকার তদন্ত শুরু করায়৷''

উল্লেখ্য, জাপান, জার্মানি, রাশিয়া, দক্ষিণ কোরিয়াতেও ওয়ালমার্টের সঙ্গে পার্টনারশিপের অভিজ্ঞতা ভালো নয়৷ গ্রাহকদের চাহিদা মেটাতে পরিচালন ব্যবস্থাপনায় এমন সব আচার-আচরণ ও নিয়মবিধি চাপাতে চেয়েছে, যেটা কারোরই মনঃপূত হয়নি৷ যার জন্য এক দশক ধরে ব্যবসা করার পর ২০০৬ সালে ১০০ কোটি ডলার লোকসান দিয়ে মেট্রো এজি-কে ৮০টি স্টোর বিক্রি কোরে জার্মানি থেকে পাততাড়ি গোটাতে হয় ওয়ালমার্টকে৷ দক্ষিণ কোরিয়াতেও তথৈবচ অবস্থা৷ গুণমান সচেতন গ্রাহকদের মানসিকতা ধরতে না পেরে কম দামে মাল বিক্রি করতে গিয়ে হালে পানি পায়নি৷ এ বছরের মে মাসে দক্ষিণ কোরিয়ার একটি কোম্পানিকে ৮০ কোটি ডলারে রিটেল স্টোর বিক্রি করতে রাজি হয় ওয়ালমার্ট৷

উল্লেখ্য, গত বছর ভারত মাল্টি-ব্র্যান্ড খুচরো বাজার বিদেশি বিনিয়োগকারীদের জন্য খুলে দেয়া হয়৷ কিন্তু নিয়মবিধির কড়াকড়ির জন্য কোনো বিদেশি বিনিয়োগকারী ভারতে আসেনি৷ সরকার সে জন্য নিয়মবিধি কিছুটা শিথিল করেছে৷ যেমন আগেকার নিয়ম ছিল, কমপক্ষে ৩০ শতাংশ মালপত্র কিনতে হবে স্থানীয় উৎপাদকদের কাছ থেকে৷ সেটার জন্য এখন সরকার পাঁচ বছরের সময় দিয়েছে৷ আগে নিয়ম করেছিল জনসংখ্যা ১০ লাখের কম হলে সেখানে বিদেশি কোম্পানি স্টোর খুলতে পারবেনা৷ এখন তার অনুমতি দেয়া হয়েছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য