1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতের মন্ত্রিসভায় রদবদল

১৯ জানুয়ারি ২০১১

আজ মনমোহন সিং মন্ত্রিসভায় রদবদল করা হয়৷ রাষ্ট্রপতি ভবনে নতুন মন্ত্রীদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি প্রতিভা পাটিল৷ নতুন মন্ত্রী এসেছেন, কিছু মন্ত্রীকে ক্যাবিনেট মন্ত্রী করা হয়েছে৷

https://p.dw.com/p/zzgD
মন্ত্রিসভায় মনমোহন সিংছবি: Fotoagentur UNI

কিছু মন্ত্রীকে দেয়া হয়েছে দপ্তরের স্বাধীন দায়িত্ব৷ বহু প্রতীক্ষিত কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল করলেন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং৷ আজ রাষ্ট্রপতি ভবনে তাঁদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি প্রতিভা দেবী সিং পাটিল৷ তিনজন মন্ত্রীকে ক্যাবিনেট পদে উন্নীত করা হয়েছে৷ এঁরা হলেন প্রফুল্ল প্যাটেল (ভারি শিল্প), শ্রীপ্রকাশ জয়সওয়াল (কয়লা) ও সলমন খুর্শিদ (সংখ্যালঘু দপ্তরের অতিরিক্ত জল সম্পদ)৷ প্রতিমন্ত্রী হিসেবে স্বাধীন দায়িত্ব পেয়েছেন অজয় মাকন (ক্রীড়া ও যুব), বেনিপ্রসাদ ভার্মা (ইস্পাত), ধিনসা প্যাটেল (খনি) এবং কে.ভি টমাস (খাদ্য ও গণবণ্টন)৷

মন্ত্রিসভায় নতুন মুখ অশ্বিনী কুমার (পরিকল্পনা, সংসদ বিষয়ক ও বিজ্ঞান প্রযুক্তি)৷ কে.সি বেনুগোপাল (বিদ্যুৎ)৷ দপ্তর রদবদল করা হয়েছে কমলনাথ, মুরলি দেওরা, জয়পাল রেড্ডি, সিপি যোশী, এম.এস গিল, এ.আহমেদের৷ কমলনাথ পেয়েছেন (শহরাঞ্চল উন্নয়ন), মুরলি দেওরা (কর্পোরেট বিষয়ক), বীরভদ্র সিং (ক্ষুদ্রশিল্প), ভায়লার রবি পান অসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব, বিলাসরাও দেশমুখ গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত, গুরুদাস কামাত (স্বরাষ্ট্র) এবং ই.আহমেদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী৷

শরদ পাওয়ারের হাত থেকে খাদ্য দপ্তর অন্যকে দেয়া হয়, কারণ খাদ্য পণ্যের মূল্যবৃদ্ধি রোধে তাঁর ব্যর্থতা সম্ভাব্য কারণ হতে পারে৷ একইভাবে মুরলি দেওরা যেভাবে পেট্রোলিয়াম পণ্যের দাম ক্রমাগত বাড়িয়ে গেছেন, তা সরকারের অস্বস্তির কারণ হয়েছিল৷

বিশ্লেষকদের মতে, আগামী বছর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে রাজ্যের দুজন মন্ত্রী – সলমন খুর্শিদ ও শ্রীপ্রকাশ জয়সওয়ালের এই পদোন্নতি৷ তবে তাঁরা মনে করেন, এই রদবদল সরকারের ভাবমূর্তিকে কতটা উজ্জ্বল করতে পারবে দুর্নীতি, দ্রব্যমূল্য বৃদ্ধি ইস্যুতে বিরোধী পক্ষের চাপ কতটা সামাল দিতে পারবে সেটা একটা বড় প্রশ্ন৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি

সম্পাদনা: সঞ্জীব বর্মন