1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতীয় বংশোদ্ভূত ‘ডক্টর ডেথ’ এর সাত বছরের জেল

২ জুলাই ২০১০

ডাক্তারের কাজ চিকিৎসা দিয়ে মানুষকে সুস্থ করে তোলা৷ বড় ধরণের অসুখ সারিয়ে তুলতে প্রয়োজনে অপারেশন করা৷ জটিল অপারেশনের সময় অনেক ক্ষেত্রে রোগীর মৃত্যু হতে পারে৷ এটাই স্বাভাবিক৷

https://p.dw.com/p/O7pl
চিকিৎসায় গাফিলতিতে ডাক্তারের সাজাছবি: AP

কিন্তু যদি প্রমাণ পাওয়া যায় যে, অপারেশনের সময় ডাক্তারের গাফিলতি, অসাবধানতা আর উদাসীনতার কারণে রোগীর মৃত্যু হয়েছে তাহলে তাঁর শাস্তিই প্রাপ্য, তাই নয় কি?

ঠিক এমনটিই ঘটলো অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের একটি হাসপাতালে৷ সেখানকার এক ডাক্তারকে তিনজন রোগীর মৃত্যু এবং একজনকে আরও গুরুতরভাবে অসুস্থ করে দেয়ার অভিযোগে সাত বছরের কারাদন্ড দেয়া হয়েছে৷

জয়ন্ত পাটেল নামের ৬০ বছরের এই ভারতীয় বংশোদ্ভূত ডাক্তারকে ‘ডক্টর ডেথ' নাম দেয়া হয়েছে৷ প্রথমে তাঁর বিরুদ্ধে ৮৭ জন রোগীর মৃত্যুর অভিযোগ করা হচ্ছিল৷ তবে সরকারি তদন্তে জানানো হয়েছিল, তিনি অন্তত ৮ জনের মৃত্যুর জন্য দায়ী৷

যাই হোক, অবশেষে তিনজনের মৃত্যুর জন্য তাঁর শাস্তি হলো৷ এই রায় ঘোষণার সময় বিচারক জন বায়ার্ন বলেন, এর আগে যুক্তরাষ্ট্র থেকে ডাঃ পেটেলকে একই অভিযোগে চাকরিচ্যুত করা হয়েছিল৷ এরপর এই তথ্য গোপন করেই তিনি কুইন্সল্যান্ডের বুন্ডাবার্গ বেজ হাসপাতালে চাকরি নিয়েছিলেন৷

পেটেলের অসাবধানতার কারণে ৬৩ বছরের ইয়ান ভাওয়েলকে সারাজীবন কষ্ট ভোগ করতে হবে৷ কারণ অপারেশনের সময় পেটেল ভাওয়েলের বেশ কিছু সুস্থ নাড়ি কেটে ফেলেছেন৷

তবে পেটেলের বিরুদ্ধে যে শুধু রোগী হত্যারই অভিযোগ রয়েছে তা নয়৷ সরকারি ঐ তদন্ত থেকেই জানা গেছে যে, অন্তত পাঁচজন রোগীকে বাঁচিয়েছেন পেটেল, যারা অন্যান্য ডাক্তারদের কারণে মরতে বসেছিলেন৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক