1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতীয়দের জন্য কড়াকড়ি কম করলো যুক্তরাজ্য

৫ আগস্ট ২০২১

যুক্তরাজ্যে যেতে চাওয়া ভারতীয়দের জন্য সুখবর। ভারতকে লাল থেকে অ্যাম্বার তালিকায় নিয়ে গেল যুক্তরাজ্য।

https://p.dw.com/p/3yZ42
ভারতীয়দের জন্য কড়াকড়ি কম করলো যুক্তরাজ্য। ছবি: Nick Wall

ভারত থেকে যুক্তরাজ্যে গেলে এখন আর বাধ্যতামূলকভাবে হোটেলে কোয়ারান্টিন থাকতে হবে না। দুই ডোজ টিকা নেয়া থাকলে নিজেদের পছন্দমতো জায়গায় দশ দিন কোয়ারান্টিনে থাকতে পারবেন ভারতীয়রা। তাছাড়া তারা যদি নিজেদের অর্থে করোনা পরীক্ষা করান, তাহলে পাঁচদিনের মধ্যেই কোয়ারান্টিন মুক্ত হতে পারবেন।

যারা এখন যুক্তরাজ্যে যাবেন, তাদের জন্য একটা বিকল্প থাকবে। তারা চাইলে দশদিন নিজের পছন্দসই জায়গায় কোয়ারান্টিনে থাকতে পারবেন। দ্বিতীয় ও অষ্টম দিনে তাদের করোনা পরীক্ষা করা হবে। অথবা তারা চাইলে নিজের খরচে পঞ্চম দিনে করোনা পরীক্ষা করাবেন। রিপোর্ট নেতিবাচক এলে তাদের আর কোয়ারান্টিনে থাকতে হবে না।

তবে প্লেনে ওঠার তিনদিন আগে তাদের বাধ্যতামূলকভাবে করোনা পরীক্ষা করতে হবে এবং নেগেটিভ রিপোর্ট থাকলে তবেই তারা বিমানে উঠতে পারবেন।

নিয়মের এই পরিবর্তনের ফলে কয়েক হাজার ভারতীয় পরিবার, ছাত্রছাত্রী, ব্যবসায়ী উপকৃত হবেন। প্রচুর ছাত্রছাত্রী পড়ার জন্য যুক্তরাজ্য যান। তাদেরও চিন্তা কমবে।

ভারত ছাড়াও সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরিনকে লাল তালিকা থেকে সরিয়ে অ্যাম্বারে রাখা হয়েছে।

ভারতের করোনা পরিস্থিতি

ভারতের করোনা পরিস্থিতি এখন আগের তুলনায় অনেক ভালো। গত ২৪ ঘণ্টায় ৪২ হাজারের মতো মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। দিল্লিতে আক্রান্ত হয়েছেন ৬৭ জন।

জিএইচ/এসজি(রয়টার্স, পিটিআই)