1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভাইরাল হয়ে গ্রেফতার!

১৪ ফেব্রুয়ারি ২০১৯

নিজের করা ভিডিও ভাইরাল করতে গিয়ে বেশ বিপাকে পড়েছেন ক্যানাডার মার্সেলো জোয়া৷ ১৯ বছর বয়সি এই ইনস্টাগ্রাম মডেল ভাইরাল হতে গিয়ে চেয়ার ছুড়ে মেরেছেন ৪৫ তলা থেকে৷ আর যায় কোথায়, গ্রেফতার করা হয়েছে তাঁকে৷

https://p.dw.com/p/3DO0L
প্রতীকী ছবিছবি: picture-alliance/dpa/T. Maury

টরন্টোর এক ভবনের ৪৫ তলার এক ফ্ল্যাটে থাকতেন জোয়া৷ সেখান থেকেই চেয়ার ছুড়ে মারেন নীচে৷ আর চেয়ার গিয়ে পড়ে রাজপথে চলন্ত গাড়ির সামনে৷ একটুর জন্য সেই গাড়িতে বাড়ি খেয়ে ভয়ংকর দুর্ঘটনা ঘটেনি৷ সেই ভিডিও তিনি প্রকাশ করেন ইনস্টাগ্রামসহ বেশ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে৷

আগে থেকেই মডেল হিসেবে একটুআধটু খ্যাতি, তারপর এরকম স্টান্ট ভিডিও - ফলে ভাইরাল হতে বেশি সময় নেয়নি৷ আর সেই ভাইরাল ভিডিওর সূত্র ধরে কয়েক ঘণ্টার মধ্যে তাঁকে গ্রেফতার করে আদালতে চালান দেয় পুলিশ৷

দুই হাজার ক্যানাডীয় ডলার জরিমানা করে তাঁকে ছেড়ে দিয়েছে আদালত, সঙ্গে জুড়ে দিয়েছে বেশ কয়েকটি শর্ত৷ প্রথম শর্ত, আর একলা বাড়িতে থাকতে পারবেন না জোয়া৷ মায়ের সঙ্গে তাঁর বাড়িতে উঠে যেতে হবে৷ দ্বিতীয় শর্ত, যে চার বন্ধু এই ভিডিও তৈরিতে তাঁকে সহায়তা করেছেন সেই বন্ধুদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ রাখা যাবে না৷

জোয়ার আইনজীবী গ্রেইগ লেসলি জানিয়েছেন, সব শর্ত মেনে নিয়ে মায়ের বাড়ির দিকেই গেছেন তিনি৷ তিনি নিজেও এ কাজের জন্য লজ্জিত৷ পুলিশ এ ঘটনাকে চরম দায়িত্বহীনতার আখ্যা দিয়ে ভাইরাল হওয়া ভিডিওটিকে মুছে দিয়েছে জোয়ার ইনস্টাগ্রাম থেকে৷ তবে সংবাদমাধ্যমে সেই ভাইরাল ভিডিওটির দৃশ্য দেখানো হচ্ছে৷ সেটিতেও কয়েক লাখ ভিউ৷

জোয়ার মামলা পরিচালনাকারী পুলিশ কর্মকর্তা ডেভিড হপকিনস বলেন, আশা করছি এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে কিশোর-কিশোরীরা এই ধরনের ক্ষতিকর স্টান্ট থেকে নিজেদের বিরত রাখবে৷ এমন দায়িত্বহীন কাজের জন্য কেউ মারাও যেতে পারতো৷

এফএ/জেডএইচ