1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভণ্ডফকিরের আস্তানা থেকে তরুণীর লাশ উদ্ধার

১৪ অক্টোবর ২০১০

খালেদা জিয়াকে এক মাসের মধ্যে সেনানিবাসের বাড়ি ছাড়ার নির্দেশ৷ রয়েছে চট্টগ্রাম বন্দরে সেনা মোতায়েনের খবর৷ আর চিলির খনি শ্রমিকদের উদ্ধার নিয়ে প্রতিবেদন৷ আজকের গণমাধ্যমে এসবই জায়গা করে নিয়েছে৷

https://p.dw.com/p/PdoA
ফাইল ফটোছবি: bilderbox

সেনানিবাসের বাড়ি

‘খালেদাকে বাড়ি ছাড়তে হবে, দেশে ফিরতে হবে কোকোকে' - দৈনিক সমকালের শিরোনাম এটি৷ বিরোধী নেত্রী বেগম খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি ছাড়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট৷ আগামী এক মাসের মধ্যে এই বাড়ি ছাড়তে হবে বিএনপি নেত্রীকে৷ একইসঙ্গে খালেদা পুত্র কোকোর প্যারোলে মুক্তির মেয়াদ বাড়ানোর রায় স্থগিত করেছে আপিল বিভাগ৷ ফলে কোকোকে দেশে ফিরে আসতে হবে৷ একইবিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর শিরোনাম, ‘সেনানিবাসের বাড়ি ছাড়তে হচ্ছে খালেদাকে'৷ তবে খালেদা জিয়ার আইনজীবীরা হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানা গেছে৷

চট্টগ্রাম বন্দরে সেনা

দৈনিক প্রথম আলোর মূল শিরোনামে জায়গা পেয়েছে চট্টগ্রাম বন্দরের অচলাবস্থা৷ পত্রিকাটি লিখেছে, ‘বন্দরে সেনা মোতায়েন, কাজ শুরু'৷ সেনাবাহিনীর হস্তক্ষেপে চট্টগ্রাম বন্দরের ১২টি জেটির জাহাজে পণ্য ওঠানো-নামানোর কাজ শুরু হয়েছে৷ তবে সংরক্ষিত জেটি এলাকার বাইরে পুলিশের সঙ্গে আন্দোলনরত শ্রমিকদের সংঘর্ষের খবর পাওয়া গেছে৷ একই বিষয়ে দৈনিক যুগান্তরের শিরোনাম, ‘চট্টগ্রাম বন্দরে সেনা মোতায়েন'৷ বন্দরের অচলাবস্থা কাটাতে প্রধানমন্ত্রীর নির্দেশে এই সেনা মোতায়েন করা হয়েছে৷ দৈনিক ইত্তেফাক জানাচ্ছে, ‘চট্টগ্রাম বন্দর এলাকায় সকল প্রকার মিছিল-সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করা হয়েছে'৷

চিলির খনি শ্রমিকদের উদ্ধার

আজকে বাংলাদেশের অধিকাংশ দৈনিকের দ্বিতীয় শিরোনাম চিলি৷ দৈনিক ইত্তেফাক জানাচ্ছে, ‘মৃত্যুকূপ থেকে ওরা প্রাণের আলোয়'৷ এই উদ্ধার অভিযানের সঙ্গে সঙ্গে চিলির প্রেসিডেন্টের জনপ্রিয়তাও গুলির বেগে বাড়ছে বলে মত ইত্তেফাকের৷ দৈনিক যুগান্তর লিখেছে, ‘আটকেপড়া খনি-শ্রমিকদের উদ্ধার করে বিস্ময়ের সৃষ্টি করল চিলি'৷

ভণ্ডফকিরের আস্তানায় তরুণীর লাশ

‘ভণ্ডফকিরের আস্তানায় তরুণীর লাশ: গ্রেপ্তার ২' - দৈনিক কালের কণ্ঠের শিরোনাম এটি৷ পিরোজপুরে এক ভণ্ডফকিরের চিকিৎসা কেন্দ্র থেকে ২২ বছর বয়সি কুলসুম আক্তারের লাশ উদ্ধার করা হয়েছে৷ কুলসুমের মায়ের দাবি, ধর্ষণের পর হত্যা করা হয়েছে তাঁর মেয়েকে৷ এই ঘটনায় দুই ভণ্ডফকিরকে আটক করেছে পুলিশ৷

গ্রন্থনা: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সাগর সরওয়ার