1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বড় ধরণের ভূমিকম্প ঝুঁকির মধ্যে বাংলাদেশ

১৭ এপ্রিল ২০১০

ঢাকায় এখন ৩ লাখ ২৬ হাজার দালান-কোঠা আছে৷ ভুমিকম্পে এর এক তৃতীয়াংশ পুরোপুরি ধ্বংস হয়ে যাবে বলে আশংকা বিশেষজ্ঞদের৷

https://p.dw.com/p/MzC6
ঝুঁকির মধ্যে রয়েছে ঢাকার বহুতল ভবনগুলোছবি: AP

ভৌগলিক অবস্থান এবং গঠনের কারনেই বাংলাদেশ বড় ধরনের ভূমিকম্প ঝুঁকির মধ্যে রয়েছে৷ ২০০৭ সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশের ৬শ' কিলোমিটারের মধ্যে ১২৫টি বড় এবং মাঝারী ধরণের ভূমিকম্প হয়েছে৷ এর মধ্যে ৬০টি ভূমিকম্পের কেন্দ্র বাংলাদেশ৷ রিখটার স্কেলে ৪ থেকে ৬ মাত্রার ভূমিকম্প হয়েছে ১২টি৷ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক এবং ভূমিকম্প গবেষক ড. মাকসুদ কামাল ডয়চে ভেলেকে জানান, ঢাকা থেকে ৬০ কিলোমিটারের মধ্যে মধুপুরে ভূ-অভ্যন্তরের ফাটলে অতীতে ৭ মাত্রার ভূমিকম্প হয়েছে৷ রিখটার স্কেলে ৭ মাত্রা বা তার বেশি মাত্রায় ভূমিকম্প হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে রাজধানী ঢাকা৷ তিনি জানান, ঢাকায় এখন ৩ লাখ ২৬ হাজার দালান-কোঠা আছে৷ ভুমিকম্পে এর এক তৃতীয়াংশ পুরোপুরি ধ্বংস হবে৷ হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অর্ধেক ধ্বসে পড়বে৷ গ্যাস, বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা ধ্বংস হবে৷ প্রায় ৯০ হাজার লোক তাৎক্ষনিকভাবে মারা যাবে৷ আহত হবে ১ লাখেরও বেশি মানুষ৷ আর ২ লাখেরও বেশি মানুষ ধ্বংসস্তুপের নিচে আটকা পড়বে ৷ যা মানবিক বিপর্যয় ডেকে আনবে৷

ড. মাকসুদ কামাল এখন সরকারের ভূমিকম্প পরবর্তী ব্যবস্থাপনা এবং প্রস্তুতি নিয়ে কাজ করছেন৷ তিনি বলেন ভূমিকম্পের ব্যাপারে আমাদের তেমন কোন প্রস্তুতি নেই৷ তবে সবার আগে প্রয়োজন মানুষকে ভূমিকম্পের ব্যাপারে সচেতন করে তোলা৷

প্রতিবেদক: হারুন উর রশীদ স্বপন, ঢাকা, সম্পাদনা: রিয়াজুল ইসলাম