1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্লাটারের গদি টলমল, আসরে নামছেন বিন হাম্মাম

২৫ জানুয়ারি ২০১১

ফিফার প্রধান সেপ ব্লাটার এতকাল সংগঠনকে ঘিরে অনেক সংকট সামলেছেন বটে, এবার তাঁর নিজের গদিই টলমল হয়ে পড়েছে৷

https://p.dw.com/p/102Lz
FIFA, president, Sepp, Blatter, Confederations, Cup, soccer, tournament, ফিফা, প্রধান, সেপ, ব্লাটার, গদি, টলমল, বিন হাম্মাম, Football, Sports, ফুটবল, কাতার, ক্রীড়া, খেলা
ফিফার প্রধান সেপ ব্লাটারছবি: AP

চলতি বছরই ফিফার প্রেসিডেন্ট পদে নির্বাচন অনুষ্ঠিত হবে৷ ব্লাটার চতুর্থ বারের মতো আবার প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন৷ এদিকে এশিয়ার ফুটবল সংগঠনের প্রধান কাতারের মহম্মদ বিন হাম্মাম জানিয়েছেন, তাঁকে ব্লাটারের বিরুদ্ধে প্রার্থী হতে বলা হচ্ছে৷ জার্মানির ডিপিএ সংবাদ সংস্থার সঙ্গে সাক্ষাৎকারে বিন হাম্মাম অবশ্য এবিষয়ে নিজের সিদ্ধান্তের কথা জানান নি৷ তবে এবার ফিফার শীর্ষে পরিবর্তনের সময় এসেছে বলেও তিনি মন্তব্য করেন৷

Mohamed Bin Hammam
এশিয়ার ফুটবল সংগঠনের প্রধান মহম্মদ বিন হাম্মামছবি: AP

প্রার্থী হিসেবে মহম্মদ বিন হাম্মাম কিন্তু বেশ শক্তিশালী৷ এই নিয়ে তিনি পরপর তিনবার এশিয়ার ফুটবল সংগঠনের প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন৷ তবে বেশিদিন ক্ষমতার শীর্ষে থাকার বিষয়টিই তাঁর নিজেরই পছন্দ নয়৷ এমনকি ফিফা সহ বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের শীর্ষ পদে কোনো ব্যক্তির মেয়াদ সীমিত করা উচিত বলে তিনি মনে করেন৷ তিনি বলেন, ‘‘শুরুতে সবাই সততার সঙ্গে কাজ করে, তার পর তাঁদের আমলেই দুর্নীতি শুরু হয়ে যায়৷ তাছাড়া নিজের পদ আঁকড়ে ধরে রাখাই যখন মূল উদ্দেশ্যে পরিণত হয়, তখন খেলার বিষয়টি গৌণ হয়ে পড়ে৷'' বিন হাম্মামের মতে, ফিফার প্রেসিডেন্ট হিসেবে ৮ থেকে ১২ বছরের বেশি কারো থাকা উচিত নয়৷

ছোট্ট দেশ কাতারে ২০২২ সালের বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে৷ এশিয়ান কাপ আয়োজন করে সেদেশ তার ক্ষমতা দেখিয়ে দিয়েছে৷ ফিফার প্রেসিডেন্ট হিসেবে মহম্মদ বিন হাম্মাম যদি নিজের দেশে বিশ্বকাপের মঞ্চে ফিরতে পারেন, সেটা হবে বেশ মনে রাখার মত ঘটনা৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই