1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্লগার অনন্ত হত্যা: ভারতে গ্রেপ্তার ফাঁসির আসামি ফয়সাল

৬ জুলাই ২০২২

সিলেটের ব্লগার অনন্ত বিজয় দাশকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ফয়সাল আহমদকে বেঙ্গালুরু থেকে গ্রেপ্তার করলো কলকাতা পুলিশ।

https://p.dw.com/p/4DjDK
ব্লগার অনন্ত বিজয়কে ২০১৫ সালে হত্যা করা হয়।
ব্লগার অনন্ত বিজয়কে ২০১৫ সালে হত্যা করা হয়। ছবি: Facebook

অনন্ত বিজয় দাসকে খুন করা হয় ২০১৫ সালের ১২ মে। তারপরই ফয়সাল ভারতে পালিয়ে আসে। তখন থেকে সে ভারতেই ছিল। জুন মাসের গোড়ায় বাংলাদেশের গোয়েন্দারা ফয়সালের খোঁজ পান। তারা ফয়সলের মোবাইল নম্বরও ভারতকে দেন। এরপর কলকাতা পুলিশের বিশেষ টাস্ক ফোর্স মোবাইল ট্র্যাক করে দেখে সে বেঙ্গালুরুতে আছে।

গত ১ জুলাই তাকে গ্রেপ্তার করা হয় এবং ৩ জুলাই তাকে কলকাতায় আনা হয়েছে। ফয়সাল কলকাতা পুলিশের কাছে জেরার মুখে আসামে জঙ্গি কার্যকলাপের কথা স্বীকার করলেও অনন্ত বিজয়ের হত্যায় জড়িত থাকার দায় এড়িয়ে গেছে। তার দাবি, তাকে ওই মামলায় ফাঁসানো হয়েছে। পুলিশ সূত্রের খবর, ফয়সাল জেরার মুখে বলেছে, বরাক উপত্যকায় আল কায়দার আসাম মডিউলকে শক্তিশালী করার দায়িত্ব ছিল তার উপর।

ফয়সলকে এবার বাংলাদেশ পুলিশের হাতে তুলে দেয়া হবে।

ফয়সলের কাছ থেকে একটি ভারতীয় পাসপোর্ট পাওয়া গেছে। সেখানে মিজোরামের ঠিকানা রয়েছে। তার ভোটার কার্ড রয়েছে শিলচরের। বেঙ্গালুরুতে সে ড্রাইভিং লাইসেন্স বানিয়েছিল শাহিদ মজুমদার নামে।

জিএইচ/কেএম(আনন্দবাজার, পিটিআই)