1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্রুনির শুটিং-এ মধ্যরাতে হাজির নিকোলা সার্কোজি

৩০ জুলাই ২০১০

ফ্রান্সের ফার্স্ট লেডি কার্লা ব্রুনি-সার্কোজি৷ সাবেক এই সুপার মডেল এবং গায়িকা এবার অভিষেক করছেন হলিউডের ছবিতে৷ হলিউড তারকা ওয়েন উইলসনের সাথে অভিনয় করছেন ‘মিডনাইট ইন প্যারিস’ তথা ‘প্যারিসে মধ্যরাত’ ছবিতে৷

https://p.dw.com/p/OXnj
Carla, Bruni, Sarkozy, ব্রুনি, সার্কোজি French, President, Nicolas, Italian, singer, Carla Bruni
ব্রুনি এবং সার্কোজি (ফাইল ছবি)ছবি: dpa/picture-alliance

ছবিটি মুক্তি পাবে ২০১১ সালে৷ শুটিং চলছে প্যারিসের লেফ্ট ব্যাঙ্ক-এ৷ পরিচালক উডি অ্যালেন এর এই ছবিতে আরো রয়েছেন ফরাসি অভিনেত্রী মারিওন কটিলার্ড এবং মার্কিন তারকা রাচেল ম্যাকঅ্যাডামস, অ্যাড্রিয়েন ব্রডি এবং কেথি বেটস৷ ছবিটিতে ফরাসি জাদুঘরের পরিচালকের ভূমিকায় দেখা যাবে ৪২ বছর বয়সি ব্রুনিকে৷

তবে মজার খবর হলো, রাজ্যের কাজ ছেড়ে রানীর শুটিং স্পটে গিয়ে হাজির হলেন স্বয়ং ফরাসি প্রেসিডেন্ট নিকোলা সার্কোজি৷ বুধবার ঠিক রাত দু'টোয় কালো স্যুট আর টাই লাগিয়ে লেফ্ট ব্যাঙ্ক-এ হাজির সার্কোজি৷ ‘লে পারিসিয়েঁ' পত্রিকা প্রকাশ করলো এই খবর৷ পত্রিকাটি বলছে, ৭৪ বছর বয়সি পরিচালক উডি অ্যালেনের সাথে শুভেচ্ছা বিনিময় করেন সার্কোজি৷ শুটিং স্পটে কাটান প্রায় দুই ঘণ্টা৷ তারপর শুটিং শেষে ব্রুনিকে নিয়ে ঘরে ফিরেন ফরাসি নেতা৷

এখানেই শেষ নয়, শুটিং-এ ঘটেছে আরো একটি মজার রেকর্ড৷ একবার দু'বার নয়, অ্যালেনের মনের মতো না হওয়ায় একটি দৃশ্যের জন্য ব্রুনিকে ৫ ঘণ্টায় ৩২ বার দৃশ্যধারণে অংশ নিতে হয়েছে৷ প্যারিসের প্যানথিয়ন দালানের পাশের ব্যস্ত একটি সড়কে চলছিল হাসির ছবিটির দৃশ্যধারণ৷ ব্রুনির পরনে ছিল সাদা ব্লাউজ এবং জিন্স প্যান্ট৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: ফাহমিদা সুলতানা