1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্রিটিশদের সুখ পরিমাপে মাঠে নামছে প্রশাসন

২১ নভেম্বর ২০১০

আপনি কি সুখী? এই প্রশ্নের জবাব দেওয়া খুব কঠিন৷ কারণ সুখ এক আপেক্ষিক বিষয়৷ এর কোন পরিমাপ হয়না৷ কিন্তু এই কঠিন প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা শুরু করেছে ব্রিটেনের জাতীয় পরিসংখ্যান কার্যালয়৷

https://p.dw.com/p/QEjg
Commuters, crowd, bus, Vauxhall Bridge Road, central London, ব্রিটিশ, সুখ, সরকার, ডেভিড, ক্যামেরন, প্রশাসন
কতটুকু সুখী আছেন ব্রিটিশ জনগণ?ছবি: AP

মুদ্রাস্ফীতি, বেকারত্ব এবং অপরাধের পরিসংখ্যান নিরূপণে যারা সুপরিচিত, ব্রিটেনের সেই জাতীয় পরিসংখ্যান কার্যালয়কে সম্পূর্ণ অন্যরকম একটি জিনিসের পরিমাপ করার দায়িত্ব দেওয়া হয়েছে৷ আর দায়িত্ব দিয়েছেন দেশের কর্ণধার৷ অর্থাৎ ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন৷ তিনি কোন ধরনের গোপনীয়তার ধার না ধরেই জানতে চান তাঁর দেশের মানুষ সুখী কি না? ব্রিটিশ প্রধানমন্ত্রী সম্পদের চেয়ে ভালো থাকার ব্যাপারেই গুরুত্ব আরোপ করেছেন৷ আর সেই জন্যেই তিনি এই কার্যালয়ের সহায়তা চেয়েছেন৷

ব্রিটেনের জাতীয় পরিসংখ্যক জিল ম্যাথেসন বলেন, ‘‘জাতীয়ভাবে ভালো থাকা এবং অগ্রগতি পরিমাপের জন্যে আন্তর্জাতিক স্বীকৃতি বাড়ছে৷ শুধু জিডিপির দিকে দৃষ্টি দেওয়ার চেয়ে এই ক্ষেত্রে নজর দেওয়ার প্রয়োজনীয়তা আন্তর্জাতিকভাবে বাড়ছে৷'' তিনি বলেন, ‘‘অর্থনৈতিক মাত্রা পরিমাপের, ব্যাপ্তি বাড়ানোর প্রয়োজনীয়তা রয়েছে৷ এবং জীবনযাপনের ধরন ও তার প্রভাবে সাধিত অগ্রগতিই জাতীয়ভাবে ভালো থাকার ইঙ্গিত দেয়৷''

এদিকে অর্থনীতিবিদ রস ওয়াকার বলেছেন, ‘‘সুখী হবার মাত্রা পরিমাপ? এই ধারণাটি গুরুত্বপূর্ণ৷ কিন্তু সুখ এমন কোন বস্তু নয়, যা মানুষ সরাসরি পরিমাপ করতে পারবে৷''

জাতীয় সুখের মানদণ্ড নিরূপণ ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের প্রচারণার একটি অংশ ছিল৷ তার পরিপ্রেক্ষিতেই এই পরিকল্পনা৷ ডাউনিং স্ট্রিটও জানিয়েছে, খুব শিগগিরি এই ব্যাপারে জাতীয় সমীক্ষা চালানো হবে৷ ব্রিটিশ গণমাধ্যমগুলো বলছে, এই ব্যাপারে চলতি মাসের শেষের দিকে ভোটাভুটি অনুষ্ঠিত হতে পারে৷

আসলে কোন বিষয়টি একজন মানুষকে সুখী করে? শুরুতেই বলেছি এ নিরূপণ করা এক কঠিন ব্যাপার৷ কেননা সুখের সংজ্ঞা একেক জনের কাছে একেক রকম৷ তার কারণ হচ্ছে একেক জনের চাহিদা একেক রকম৷ যার খাবারের অভাব রয়েছে, তারজন্যে তিনবেলা খাবার নিশ্চিত করা গেলে, নিশ্চই তিনি কিছুটা সুখ বোধ করবেন৷ কিন্তু যিনি প্রাচুর্যের মধ্যে বসবাস করেন, অথচ মনে সুখ নেই, তাঁকে কীভাবে সুখী করবেন?

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য