1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

Brazil, Media, Bangladesh, BNP, Awami League, Jamaat

৩ জুলাই ২০১০

ব্রাজিলের বিশ্বকাপ থেকে বিদায়, জামায়াতের তিন নেতার জিজ্ঞাসাবাদ এবং আওয়ামী লীগের প্রতিবাদ কর্মসূচি - বাংলাদেশের পত্র-পত্রিকাগুলোর নজর মূলত এই দিকে৷

https://p.dw.com/p/O9fn
জিতল হল্যান্ড, সবাই কাঁদছে ব্রাজিলের শোকেছবি: AP

ব্রাজিলের বিশ্বকাপ থেকে বিদায়ে বাংলাদেশের জনমানসেই শুধু নয়, সাংবাদিকদের কলামেও আবেগের বাঁধ ভেঙেছে৷ কিছু দৃষ্টান্ত দেওয়ার লোভ সামলানো যায় না৷ যায়যায়দিন'এর শীর্ষক হল: ‘কোটি ভক্তের হৃদয় ক্ষতবিক্ষত করে হল্যান্ড সেমিফাইনালে'৷ ‘টোটাল ফুটবল'-এর জনক হল্যান্ডের কাছে আসল পরীক্ষায় পড়ে ব্রাজিল - এবং সেই পরীক্ষায় ফেল করে, লিখছেন যায়যায়দিন'এর প্রতিবেদক৷ কালের কণ্ঠ লিখছে: ‘কাঁদল ব্রাজিল৷ কাঁদাল কোটি ভক্তকে৷ এবং কাঁদিয়ে চোখের জলে বিদায় নিল বিশ্বকাপ থেকে৷ বিশ্বের বেশির ভাগের বিশ্বকাপ শেষ হয়ে গেল৷ আর বাংলাদেশের শেষ হল অর্ধেকটা৷' আর ঐ বাকি অর্ধেকটার খবর দিয়েছে সমকাল৷ লিখছে: ‘বঙ্গোপসাগর পাড়ের বাংলাদেশের কোটি ব্রাজিল সমর্থকদের হৃদয় চূর্ণ করা এ খবরে উল্লসিত আরেক লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনার ভক্ত-সমর্থকরা৷ গত রাতেই রাজধানী ঢাকায় তারা ছোটখাটো উৎসব করে ফেলেছে৷ ব্রাজিলের বিদায়ে তারা বের করেছে আনন্দ মিছিল৷'

জামায়াতের তিন নেতার জিজ্ঞাসাবাদ ও মুক্তির প্রশ্ন নিয়ে আলোড়ন

মুজাহিদ-সাঈদী'কে জিজ্ঞাসাবাদ শুরুর খবর দিয়ে যুগান্তর আরো জানিয়েছে যে, জামায়াতের তিন নেতা শীঘ্র মুক্তি পাচ্ছেন না৷ অপরদিকে অসুস্থতার কারণে নিজামী কারা হাসপাতালে৷ কালের কণ্ঠ'এর অভিমত যে, হরতালের আগের রাতে অগ্নিসংযোগের ঘটনাও ছিল বস্তুত জামায়াতের অপকৌশল৷ এবং দৃশ্যত সে কৌশল ছিল এই যে, সরকার বিএনপি'র প্রতি ক্ষুব্ধ হয়ে - পত্রিকাটির ভাষায় - ‘হার্ডলাইনে যাবে৷ বেকায়দায় পড়ে জামায়াতের কাছে আত্মসমর্পণ করবে বিএনপি৷ এতে বিএনপি-জামায়াতের টানাপোড়েন কমে যাবে৷' সমকাল'এর ধারণা যে, যুদ্ধাপরাধের বিচার ঠেকাতেই জামায়াতে ইসলামী নেতারা নানা কূটকৌশলের আশ্রয় নিচ্ছেন৷ ‘জামায়াত দলীয় ব্যানারে কোনো কর্মসূচি না দিয়ে বিভিন্ন প্লট সাজিয়ে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করার পাঁয়তারা চালিয়ে ব্যর্থ হয়েছে,' লিখছে পত্রিকাটি৷ দ্য ডেইলি স্টার'এর বিবরণ অনুযায়ী বিএনপি নেতাদের একটি বড় অংশ মনে করেন যে, যুদ্ধাপরাধের বিচার হতে পারে, এমন ব্যক্তিদের প্রতি পূর্ণাঙ্গ সমর্থনের ক্ষেত্রে অত্যন্ত সাবধানী হওয়া উচিৎ৷ যদিও বৃহস্পতিবার গুলশানে দলের স্থায়ী কমিটির বৈঠকে তিন জামায়াত নেতার মুক্তি চেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, জানিয়েছে যুগান্তর৷

হরতাল সংক্রান্ত ঘটনাবলীর ব্যাপারে আওয়ামী লীগের পাল্টা কর্মসূচির

হরতালের নামে বিএনপি-জামায়াত জোটের বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ডের প্রতিবাদে আজ শনিবার এবং আগামীকাল রবিবার, সারা দেশে এই দু'দিনব্যাপী বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে৷ দেশব্যাপী মহানগর, জেলা এবং উপজেলায় হবে বিক্ষোভ সমাবেশ ও মিছিল৷ ঢাকা মহানগর আওয়ামী লীগ এ'ব্যাপারে জরুরি বর্ধিত সভা করেছে, বলে জানিয়েছে সমকাল৷ দেশবাসীর প্রতি এই প্রতিবাদ কর্মসূচিতে যোগদানের আহ্বান জানানো হয়েছে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রেরিত এক ফ্যাক্স বার্তায়, জানাচ্ছে জনকণ্ঠ৷ ‘যুদ্ধাপরাধের বিচার বাধাগ্রস্ত করতে' বিএনপি-জামায়াতের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদও এই বিক্ষোভের একটি উদ্দেশ্য, জানিয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম৷

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই