1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বোমা বিস্ফোরণে আহত ৬, খতিয়ে দেখা হচ্ছে জঙ্গি সংযোগ

১৮ অক্টোবর ২০১০

ঢাকার অদূরে নারায়নগঞ্জের একটি বাড়িতে প্রচণ্ড বিস্ফোরণে একজন মাদ্রাসা শিক্ষকসহ ৬ জন গুরুতর আহত হয়েছেন৷ এখন পর্যন্ত বোমার কোন আলামত পাওয়া না গেলেও এর সাথে কোন জঙ্গি সম্পৃক্ততা আছে কিনা পুলিশ তা খতিয়ে দেখছে৷

https://p.dw.com/p/Pgqj
bomb, Bangladesh, বোমা, বিস্ফোরণ,
ফাইল ছবিছবি: AP

নারায়নগঞ্জের ফতুল্লার একটি টিনশেড বাড়িতে সোমবার ভোর রাতে বিস্ফোরণ ঘটে৷ বিস্ফোরণে ৪টি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়৷ বাড়িটি আব্দুল খালেক নামে এক ব্যক্তির৷ তিনি মেসবাড়ি করে ভাড়া দিয়েছেলেন৷ বিস্ফোরণে ইমাম বোখারী ফাউন্ডেশন নামে একটি মাদ্রাসার শিক্ষক হোসাইন মোল্লাসহ ৬ জন আহত হয়েছেন৷ তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ আহতদের কেউ ঠিকমত কথা বলতে পারছেন না৷ হাসপতালে হোসাইন মোল্লার ভাই আব্দুর রফিক মোল্লা জানান, তিনি টেলিফোনে বিষ্ফোরণের খবর পান৷ গিয়ে দেখেন পরিস্থিতি ভয়াবহ৷

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের কর্তব্যরত ডাক্তার আলী আহমেদ জানান, সবার শরীর পুড়ে গেছে৷ অবস্থা আশঙ্কাজনক৷

নারায়নগঞ্জের পুলিশ সুপার বিশ্বাস আফজাল হোসেন জানান, বোমা বিস্ফোরক দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন৷ তারা কোন বোমা বা বিস্ফোরকের আলামত পাননি৷ তাদের ধারণা, কোন কেমিক্যাল থেকে এই বিষ্ফোরণ ঘটতে পারে৷ তবে কিভাবে বিস্ফোরন হয়েছে সে সম্পর্কে তারা এখনো নিশ্চিত নন ৷

পুলিশ সুপার জানান, এই বিস্ফোরণের সঙ্গে কোন জঙ্গি বা সন্ত্রাসী কোন যোগ আছে কিনা তা তারা তদন্ত করে দেখছেন৷

নারায়নগঞ্জের ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে৷ আর আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে পুলিশ পাহারায়৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক