1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বোরখা পড়তে বাধ্য করা যাবেনা: হাইকোর্টের রায়

৪ অক্টোবর ২০১০

দেশের ভূখণ্ডের মধ্যে কাউকে বোরখা পড়তে বাধ্য করা যাবে না বলে রায় দিয়েছে বাংলাদেশের হাইকোর্ট৷ বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও বিচারপতি শেখ মো. জাকির হোসেন সোমবার এ রায় দিয়েছেন৷

https://p.dw.com/p/PVAR
বোরখা বাধ্যতামূলক নয়ছবি: AP

নাটোরের রানী ভবানী মহিলা কলেজে ছাত্রীদের বোরখা পড়া বাধ্যতামূলক করেছিলেন কলেজের অধ্যক্ষ৷ নির্দেশ অমান্যকারী ছাত্রীদের এজন্য শাস্তিও দেয়া হয়৷ সংবাদ মাধ্যমে প্রচারিত খবরের ভিত্তিতে আইনজীবী মাহবুব শফিক আদালতের দৃষ্টি আকর্ষণ করলে হাইকোর্ট গত ২২শে আগস্ট স্বপ্রনোদিত হয়ে রুল জারি করেন৷ রুলে বলা হয় বোরখা পড়তে বাধ্য করা কেন অবৈধ ঘোষণা করা হবেনা৷

Oberstes Gericht in Dhaka, Bangladesch
ঢাকার হাইকোর্টছবি: Harun Ur Rashid Swapan

আদালত সোমবার রুলের শুনানি শেষে রায় দিয়েছেন যে, কাউকে বোরখা পড়তে বাধ্য করা যাবেনা৷ ধর্মীয় স্বাধীনতা থাকবে৷ ধর্মীয় পোষাক পরা যার যার ইচ্ছের ব্যাপার৷ যা সাংবাদিকদের জানান এ্যাডভোকেট মাহবুব শফিক৷

বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং বিচারপতি শেখ মোহাম্মদ জাকির হোসেন তাদের রায়ে অভিমত দিয়েছেন যে ৫ম সংশোধনী বাতিল হওয়ার ফলে সংবিধানে ৪ মূলনীতি পুনঃস্থাপিত হয়েছে৷ তারা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার জন্যও বলেছেন৷

বিশ্লেষকরা এই রায়কে ঐতিহাসিক ও যুগান্তকারী বলে মন্তব্য করেছেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন