1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বেতন বাড়ানোর দাবি তোলায় বাংলাদেশি কর্মীদের খাবার বন্ধ

২০ এপ্রিল ২০১১

সেফহোমে জিজ্ঞাসাবাদ করা হবে সালাউদ্দিন কাদের চৌধুরীকে৷ বিরোধী দল মধ্যবর্তী নির্বাচনের দাবিতে আন্দোলনের ছক কষছে৷ রয়েছে জডার্নে বাংলাদেশি কর্মীদের খাবার সরবরাহ বন্ধের খবর৷

https://p.dw.com/p/10wtA
জর্ডানে বিশ্বের বিভিন্ন দেশের কর্মী রয়েছেছবি: AP

সাকাকে জিজ্ঞাসাবাদের অনুমতি

দৈনিক ইত্তেফাক-এর শিরোনাম, ‘সালাউদ্দিন কাদেরকে জিজ্ঞাসাবাদের অনুমতি'৷ বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য তদন্তকারী সংস্থাকে অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল৷ মঙ্গলবার তাঁকে আদালতে হাজির করা হয়৷ আটকাবস্থায় তাঁর উপর নির্যাতন করা হয়েছে বলে আদালতে অভিযোগ করেন সালাউদ্দিন কাদের৷ একই বিষয়ে দৈনিক সমকাল লিখেছে, ‘সাকাকেও সেফহোমে জিজ্ঞাসাবাদের অনুমতি'৷ ধানমন্ডির সেফহোমে শর্তসাপেক্ষে একদিন সাকাকে জিজ্ঞাসাবাদ করা যাবে৷ আদালতর অবশ্য তিনি, সেফহোমের পরিবর্তে জেলগেটে এই জিজ্ঞাসাবাদের নির্দেশনা প্রার্থনা করেছিলেন৷

বিরোধীদের আন্দোলনের জোর প্রস্তুতি

কালের কণ্ঠসহ কয়েকটি দৈনিক জানিয়েছে এই খবর৷ শিরোনাম, ‘মধ্যবর্তী নির্বাচনের দাবিতে বিএনপির আন্দোলনের ছক'৷ হরতালসহ বিক্ষোভ, সমাবেশ, মানববন্ধন ইত্যাদি কর্মসূচির মাধ্যমে মধ্যবর্তী নির্বাচনের জন্য আন্দোলনের পরিকল্পনা করছে বিরোধী দল৷ ইস্যু হিসেবে তাদের সামনে রয়েছে শেয়ার কেলেঙ্কারি, গ্যাস-বিদ্যুৎ সংকট এবং তারেক-কোকোর মামলা৷ এই বিষয়ে দৈনিক যুগান্তরের লিখেছে, এবার জনদুর্ভোগের দাবিকে আন্দোলনের ইস্যু করতে চায় বিএনপি৷ শীঘ্রই বিএনপির শীর্ষ নেতারা সারাদেশে সাংগঠনিক সফর শুরু করবে৷ যুগান্তর আরো জানাচ্ছে, বিভাগীয় ও বৃহত্তর জেলাগুলো সফর করবেন বিএনপি নেত্রী খালেদা জিয়া৷

জর্ডানে বাংলাদেশি কর্মীদের খাবার বন্ধ

‘জডার্নে বাংলাদেশের ৪০০ কর্মীর খাবার সরবরাহ বন্ধ', শিরোনাম করেছে দৈনিক প্রথম আলো৷ বেতন বাড়ানোর দাবি তোলায়, এই বাংলাদেশি কর্মীদের খাবার ও পানি সরবরাহ বন্ধ করে দিয়েছে একটি কারখানার মালিক কর্তৃপক্ষ৷ ফলে আট দিন ধরে খাবার ও পানি না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন কর্মীরা৷ তাদের দাবি, এই বিষয়ে বাংলাদেশ দূতাবাস কোন সহায়তা করছে না৷ দূতাবাস অবশ্য প্রথম আলোকে জানিয়েছে, তাঁরা সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেছেন৷ এমনকি কর্মীরা বেতন বাড়ানোর দাবিতে অনশন করছেন বলেও জানান দূতাবাস কর্তৃপক্ষ৷ তবে শ্রমিকদের দাবি, অনশন নয় তাদের খাবার সরবরাহই বন্ধ করে দেওয়া হয়েছে৷

গ্রন্থনা: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: ফাহমিদা সুলতানা