1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বৃষ্টিতে থেমে আছে প্রথম সেমিফাইনাল

৯ জুলাই ২০১৯

বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে টসে জিতে ব্যাট করতে নেমেছিল নিউজিল্যান্ড৷ বৃষ্টির কারণে খেলা থেমে যাওয়ার আগ পর্যন্ত ৪৬.১ ওভারে পাঁচ উইকেটে ২১১ রান করেছেন কিউইরা৷

https://p.dw.com/p/3LoEi
ICC Cricket World Cup 2019 | Indien vs Afghanistan
ছবি: Getty Images/A. Davidson

খেলা হচ্ছে ম্যানচেস্টারের ৷ সেখানে এর আগে বিশ্বকাপের পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে৷ এর মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ভারত করেছিল ৩৩৬ রান৷ আফগানিস্তানের বিরুদ্ধে অস্ট্রেলিয়া করেছিল ৩৯৭ রান৷ আর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ছিল ৩২৫ রান৷ অর্থাৎ ব্যাটসম্যানদের জন্য স্বর্গ হচ্ছে এই মাঠ৷

তবে মঙ্গলবার টসে জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই কিউইদের চাপে রাখেন ভারতীয় বোলাররা৷ ফলে চলতি বিশ্বকাপের একটি লজ্জাজনক রেকর্ড করে ফেলে নিউজিল্যান্ড৷ প্রথম দশ ওভারে এক উইকেটে মাত্র ২৭ রান তুলতে সমর্থ হন কিউইরা৷ ফলে প্রথম দশ ওভারে সবচেয়ে কম রান তোলা দল এখন নিউজিল্যান্ড৷ এর আগের রেকর্ডটি ছিল ভারতের৷ ইংল্যান্ডের বিরুদ্ধে তাদের সংগ্রহ ছিল মাত্র ২৮৷

নিউজিল্যান্ডের উদ্বোধনী ব্যাটসম্যান মার্টিন গাপটিল ১৪ বলে মাত্র এক রান করে বুমরার বলে আউট হয়ে যান৷ এরপর অধিনায়ক কেন উইলিয়ামসনের ৬৭ ও রস টেলরের অপরাজিত ৬৭ রানের সুবাদে ৪৬.১ ওভারে কিউইদের সংগ্রহ দুশ' পেরিয়েছে৷

এরপর বৃষ্টির কারণে ম্যাচ স্থগিত হয়ে গেছে৷

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বৃষ্টি থামেনি৷ আয়োজকেরা বলছেন, বৃষ্টি থামলেও নিউজিল্যান্ডের হয়ত আর ব্যাট করতে নামা হবে না৷ সেক্ষেত্রে ভারতের লক্ষ্য  ৪৬ ওভারে ২৩৭ রান৷

আর যদি ভারত ২০ ওভার খেলতে পারে তাহলে লক্ষ্য হবে ১৪৮ রান৷

তবে আজ আর খেলা সম্ভব না হলে কাল বুধবার ম্যাচটি হবে৷ তবে আজ যেখানে খেলা শেষ হয়েছে সেখান থেকেই কাল ম্যাচটি শুরু হবে৷ অর্থাৎ নতুন করে ম্যাচ শুরু হবে না৷

জেডএইচ/কেএম (ইএসপিএনক্রিকইনফো, এএফপি)