1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বৃত্ত ভাঙছেন রালফ ক্যোনিগ

১৫ আগস্ট ২০১০

সমকামী কার্টুনিস্ট হিসেবে যে পরিচিতি গড়ে উঠেছে, তা থেকে বেরিয়ে আসতে চাইছেন রালফ ক্যোনিগ৷ জার্মান এই শিল্পী এখন তার কাজের বিষয়বস্তু করছেন ধর্মকে৷ বিভিন্ন ধর্মের অসারতা তুলে ধরাই হবে তাঁর লক্ষ্য৷

https://p.dw.com/p/Ontf
Ralf König
রালফ ক্যোনিগের কার্টুনছবি: Rowohlt Taschenbuch Verlag

রালফ যখন নিজেকে সমকামী বলে ঘোষণা দেন - তখন সময়টা এখনকার মতো সহজ ছিল না৷ বিশেষ করে সমকামীদের জন্য৷ গত শতকের ৮০'র দশকের কথা৷ তখন সমকামী হলেও নিজেকে প্রকাশ করতে চাইতেন না কেউ, সামাজিক বিড়ম্বনার ভয়ে৷ যাঁদের সংগ্রামে এই অবস্থাটা বদলেছে, তাঁদের একজন রালফ৷ এখন তো জার্মানির ভাইস চ্যান্সেলর গিডো ভেস্টেরভেলে ও বার্লিনের মেয়র ক্লাউস ভোভেরেইটের মতো ব্যক্তিরাও নিজেদের সমকামী ঘোষণা করে আছেন৷

রালফের জন্ম ১৯৬০ সালে, ধর্মভীরু এক ক্যাথলিক পরিবারে৷ জার্মানির পশ্চিমাঞ্চলীয় ছোট্ট শহর সোয়েস্ট'এ৷ ডুসেলডর্ফের আর্ট অ্যাকাডেমিতে পড়ার সময় রালফ প্রকাশ্যে জানান দেন, তিনি সমকামী৷ তখন তাঁর বয়স ১৯ বছর৷ এই কথা জানার পর তখন ব্যথিত হয়েছিল রালফের সহপাঠিরা৷ এরপর ডর্টমুন্ড, বার্লিন হয়ে এখন রালফ আবাস গেঁড়েছেন কোলনে৷

Ralf König
কার্টুনিস্ট রালফ ক্যোনিগছবি: picture-alliance/ dpa

সমকামীদেরও যে বিভিন্ন চাওয়া-পাওয়া আছে, তাই ব্যাঙ্গচিত্রের মাধ্যমে তুলে ধরেন রালফ৷ সমকামীদের প্রাত্যহিক জীবনযাত্রাও তুলে আনেন তুলিতে৷ সমকামীরা তাদের একজন হিসেবে যেমন আপন ভাবতে থাকেন রালফকে৷ তেমনি সমকামীদের বাইরেও জনপ্রিয় হয়ে ওঠে রালফের কমিক৷ অনেকগুলো পুরস্কারও চলে আসে হাতে৷ রালফের উল্লেখযোগ্য কমিকের মধ্যে রয়েছে - ‘বুল বল', ‘বিচ বয়', ‘দি কিলার কনডম' ইত্যাদি৷ এর মধ্যে কয়েকটির চলচ্চিত্রে রূপায়নও হয়েছে৷

এই সব কাজের এরই মধ্যে এরই মধ্যে গড়িয়ে গেছে ৫০টি বসন্ত৷ গত শনিবারই জন্মদিন গেল রালফের৷ কয়েক বছর আগে থেকেই রালফের মনে হচ্ছিল, এবার একটু ভিন্ন কাজ করতে হবে৷ সমকামী ব্যাঙ্গচিত্রকার - এই পরিচিতির বাইরে আরো কিছু পৃথিবীকে তাঁর দেওয়ার আছে৷ রালফের পর্যবেক্ষণে ধরা পড়েছে, রাষ্ট্রীয় বাধা কাটানো গেছে৷ তবে ধর্মীয় গোঁড়ামি এখনো সমকামীদের অধিকার চর্চার ক্ষেত্রে বাধা হয়ে কাজ করেছে৷ কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে রালফ বলেন, এখন যে বিষয়গুলো তাকে উদ্বিগ্ন করে, সে দিকে মনোযোগী হতে চান তিনি৷ তারঁর ভাষায়, ‘‘সমকামী, শুধু এটাই আমার পরিচয় নয়৷ আমার চারপাশে আর যা কিছু ঘটছে, তা নিয়ে আমার কিছু বলার থাকতে পারে৷ এখন যা আমাকে পীড়িত করছে, তা হচ্ছে- ধর্মীয় গোঁড়ামির প্রসার৷ সব ধর্মের৷ চার্চ আর রাষ্ট্রকে আলাদা রাখা- অনেক পুরনো এই এই বিষয়টি নিয়ে আবার আলোচনা হতে পারে৷ কারণ আমার মনে হয়, আগের মতো পরিস্থিতি আবার তৈরি হয়েছে৷''

প্রতিবেদন: মনিরুল ইসলাম

সম্পাদনা: দেবারতি গুহ