1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বুড়িগঙ্গার দূষণ বেড়েই চলেছে

১৬ এপ্রিল ২০১১

নানা উদ্যোগ আর কথার ফুলঝুরির পরও ঢাকার প্রাণ প্রবাহ বুড়িগঙ্গার দূষণ কমছে না৷ প্রতিদিন বুড়িগঙ্গায় গিয়ে পড়ছে বিপুল পরিমাণ কঠিন আর তরল বর্জ্য৷

https://p.dw.com/p/10uX8
দূষিত বুড়িগঙ্গাছবি: AP

বুড়িগঙ্গার পানি ইতোমধ্যেই ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে৷ এই অবস্থা চলতে থাকলে বুড়িগঙ্গা নিজেই বিষ ছড়াবে৷

প্রতিদিন ২২ হাজার ঘনমিটার তরল আর ১০ মেট্রিক টন কঠিন বর্জ্য বুড়িগঙ্গায় গিয়ে পড়ছে৷ শিল্প ও পয়ঃ বর্জ্য অন্ততঃ ৪৩টি পথ দিয়ে বুড়িগঙ্গায় গিয়ে মেশে৷ আর পলিথিনের পুরু স্তর রয়েছে বুড়িগঙ্গার তলদেশে৷ এই পলিথিন প্রতিদিন বাড়ছে৷ কারণ পলিথিনের ব্যবহার নিষিদ্ধ হলেও বাস্তবে তা বন্ধ হয়নি৷ পলিথিন বর্জ্য বুড়িগঙ্গাকে মেরে ফেলছে৷ জানালেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন – বাপার মহাসচিব আব্দুল মতিন৷

নদীর তলদেশ থেকে পলিথিনসহ বর্জ্য এবং ময়লা আবর্জনা তুলতে জলবায়ু ট্রাস্ট ফান্ড থেকে অর্থ দেয়া দেয়া হয়েছে৷ আর এ অর্থ ব্যয় করছে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান৷ কিন্তু তাতে কাজের কাজ কিছুই হচ্ছেনা৷ বাড়ছে বর্জ্যের স্তর৷ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষকেও দায়িত্ব দেয়া হয়েছে৷ তবে সংস্থাটির চেয়ারম্যান আব্দুল মালেক নিজেই স্বীকার করেছেন যে পরিস্থিতির কোন উন্নতি হয়নি৷ তিনি বলেন, মেডিক্যাল বর্জ্য ছাড়া আর কোন ধরনের বর্জ্য কমেনি৷

বুড়িগঙ্গা দূষিত হওয়ার প্রধান কারণ শিল্প বর্জ্য৷ নানা আয়োজনের পরও অধিকাংশ শিল্প প্রতিষ্ঠানে বর্জ্য ট্রিটমেন্ট প্ল্যান্ট নেই৷ তবে পরিবেশ অধিদফতরের আশা, আগামী ২ বছরের মধ্যে অধিকাংশ কারখানায় ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করা হবে৷ যা জানালেন পরিবেশ অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক আব্দুস সোবহান৷

এদিকে বুড়িগঙ্গা দূষণের আরেক উৎস ঢাকার ট্যানারিগুলো ঢাকার বাইরে সরিয়ে নেয়ার জন্য বলা হচ্ছে দীর্ঘদিন ধরে৷ কিন্তু আইনী মারপ্যাঁচের কারণে তাও সরানো যাচ্ছেনা৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন