1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বুন্ডেসলিগায় বায়ার্ন আবার পয়েন্টের তালিকার শীর্ষে

১ মার্চ ২০১০

ফরাসি ফুটবল ফ্রঙ্ক রিবেরি’র করা গোলটির কল্যাণে বায়ার্ন মিউনিখ রবিবার সর্বোচ্চ স্থানটিতে ফিরল প্রায় দু’বছর বাদে৷

https://p.dw.com/p/MEeJ
সে রবার্টো আর ডেমেলের মধ্য রিবেরিছবি: AP

বায়ার্ন কোচ লুই ফ্যান খাল - এটাই সঠিক ডাচ উচ্চারণ - তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গীতে বলেছেন: ‘‘আমার মনে হয়, ফ্যানরা, বায়ার্নের পরিচালকমণ্ডলী, এমনকি প্রেসের লোকজনদের পক্ষেও ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ৷ তারা সবাই অপেক্ষা করে ছিলেন, আমি নিজে হয়েতো ত'তোটা নয়৷'' অথচ শনিবার পর্যন্ত লেভারকুজেনই শীর্ষে ছিল, কোলোনের বিরুদ্ধে গোলশূন্য ড্র করা সত্ত্বেও৷ বায়ার্ন ছিল তাদের ঠিক একটি পয়েন্ট পিছনে৷ এখন বায়ার্ন ৫২ পয়েন্ট নিয়ে লেভারকুজেনের দু' পয়েন্ট আগে৷ তৃতীয় স্থানে রয়েছে শালকে৷ তাদের পয়েন্ট ৪৮৷

রিবেরি শেষমেষ রিবেরি'ই

মিউনিখের ‘আলিয়ান্স আরেনা' নামধারী স্টেডিয়ামে বায়ার্ন বনাম হামবুর্গ খেলাটি ছিল আগাগোড়া ট্যাকটিকাল, বলেছেন বায়ার্ন কোচ লুই ফ্যান খাল - এটাই সঠিক ডাচ উচ্চারণ - স্বয়ং৷ দু'পক্ষই গোলের সুযোগ যে বিশেষ সৃষ্টি করতে পেরেছে, এমন নয়: প্রথমার্ধে হামবুর্গের হয়ে পিওতর ট্রকোভস্কি গোটা দুয়েক শট নিয়েছে, একটি নিয়েছে ম্লাদেন পেত্রিচ ; ওদিকে বায়ার্নের হয়ে দেখা গেছে রিবেরি'র একটি দুর্বল প্রচেষ্টা৷ দ্বিতীয়ার্ধে বায়ার্ন চাপ বাড়ায়৷ রিবেরি বাঁ দিক দিয়ে ঢুকে হামবুর্গের গি ডেমেলকে পাশে ফেলে একটি অপ্রতিরোধ্য শট নেন, যা হামবুর্গের বিকল্প গোলকীপার ভোলফগাং হেসল-এর চোখ ধাঁধিয়ে দেয়৷ - রবিবারের অপর খেলাটিতে রেলিগিশনের ক্যাডিডেট হ্যানোভার হারে গত মরশুমের চ্যাম্পিয়ন ভোলফসবুর্গের কাছে, ১-০ গোলে৷

যেমন কাকাও শুধু কাকাও

শনিবারের বাকি খেলাগুলোর মধ্যে ভের্ডার ব্রেমেন মাইঞ্জ'কে হারায় ২-১ গোলে৷ স্টুটগার্টও নিজেদের মাঠে ফ্রাঙ্কফুর্ট'কে হারায় ঐ ২-১ গোলে৷ তফাৎ শুধু এই, স্টুটগার্টের হয়ে গোল দু'টি করেন কাকাও৷ নাম শুনেই বোঝা যায় জন্ম ব্রেজিলে, কিন্তু তিনি আজ জার্মান জাতীয় একাদশের সদস্য৷ কিন্তু তা বলে পায়ে ব্রেজিলিয়ান ম্যাজিকের কোনো কমতি নেই, অন্তত এ'সীজনে তো নয়ই৷ স্টুটগার্টের শেষ তিনটি খেলায় কাকাও একাই করেছেন সাতটি গোল৷ প্রথমে এক সপ্তাহ আগে কোলোনের মাঠে স্টুটগার্ট যখন ৫-১ গোলে জেতে, তার মধ্যে চারটি গোল ছিল এই কাকাও-এর৷ এর পর বিগত মঙ্গলবার চ্যাম্পিয়নস লীগের শেষ যোলোর খেলা৷ স্টুটগার্টে প্রথম পর্বের ম্যাচ ছিল বার্সেলোনার বিরুদ্ধে, সেখানেও একটি গোল করেছেন কাকাও৷ এবং তারপর ফ্রাঙ্কফুর্টকে হারানোতে তাঁর অবদান৷ এর নাম কি ব্রেজিলিয়ান ম্যাজিকের সঙ্গে জার্মান নির্ভরযোগ্যতার মিশ্রণ?

প্রতিবেদক: অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: জাহিদুল হক