বিয়ে করলেন ভেষ্টারভেলে | পাঠক ভাবনা | DW | 22.09.2010
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

বিয়ে করলেন ভেষ্টারভেলে

ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে কমনওয়েল্থ গেমস আর আমি এ সম্পর্কে ডয়চে ভেলে থেকে সর্বশেষ তথ্য জানতে আগ্রহী৷ এ ব্যাপারে ডয়চে ভেলে কী ভাবছে ? বাংলা অনুষ্ঠান...

গিডো ভেষ্টারভেলে

গিডো ভেষ্টারভেলে

থেকে যখন জার্মান বা ইউরোপের অন্যান্য ভাষার গান বাজান হয়, অনুরোধ থাকবে যেন গানের বাংলা অনুবাদ করে দেওয়া হয় যাতে আমরা গানের অর্থ বুঝতে পারি৷

আর হ্যাঁ, জার্মানদের দুই একটি প্রিয় খাবারের রেসিপিও অনুষ্ঠানে বলা যেতে পারে৷ এতে আমাদের জানাও হলো আবার কেউ হয়তো বাড়িতে সেটা তৈরি করতে পারেন৷ মাহফুজুর রহমান, ঝাকুনী পাড়া, কুমিল্লা, বাংলাদেশ৷

অত্যন্ত আগ্রহ নিয়ে বসেছিলাম অনুষ্ঠানে নিজের নামটি শোনার জন্য কিন্তু শুনতে পাইনি! আশা রাখি এবার শুনতে পাবো৷ মোঃ হারুন অর রশীদ, কালীগঞ্জ ,গাজীপুর, বাংলাদেশ ৷

গতকালের অনুষ্ঠানে দেবব্রত বিশ্বাসের উপর প্রচারিত রিপোর্ট খুব ভালো হয়েছে৷ গতকাল অনুষ্ঠানে আর্গাম তেলের প্রসাধনী উপকারিতার বিষয়ে জানলাম: এই পরিবেশনাটি খুব ভালো লেগেছে৷ জানিনা আমাদের দেশে এই তেল কবে পাওয়া যাবে!!! কিন্তু একটা কথা যা আমাদের  অবাক করলো সেটা হচ্ছে এই আর্গাম তেলের পরিবেশনাটি আগেও প্রচার করা হয়েছিল, তাই একই বিষয়ে বার বার অনুষ্ঠান শোনা স্বল্পদীর্ঘ ডয়চে ভেলের অনুষ্ঠান প্রচার সময়ের অপব্যবহার বলেই মনে হলো৷ পৃথ্বীরাজ ও বর্ণালী পুরকায়স্থ, পোথার, ওয়ার্ড, জোড়হাট, আসাম, ভারত৷

ডয়চে ভেলের ওয়েবসাইট থেকে জানলাম ‘ পুরুষ সঙ্গীকে বিয়ে করলেন ভেষ্টারভেলে’৷ ভালো লাগলো ছবিসহ এই চমৎকার পরিবেশনাটি৷ আমাদের উষ্ণ অভিনন্দন জানাই৷ চৈতালী ও ডা. সিদ্ধার্থ সরকার, জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ, ভারত৷

ডয়চে ভেলের অনুষ্ঠান খুব ভালো লাগে৷ এটা আমার প্রথম এসএমএস, প্রচার করলে খুশি হবো৷ মোঃ সামসুজ্জামান, জালানী, মুর্শিদাবাদ, ভারত৷

আমি তোমাদের অনুষ্ঠান নিয়মিতভাবে শুনে থাকি৷ তোমরা যদি এই লেখা পড়তে পারো তাহলে আমি এখন থেকে এভাবে তোমাদের কাছে চিঠি লিখবো৷ আমি প্রতিদিন তোমাদের ওয়েবসাইট দেখি৷ এতো গুরুত্বপূর্ণ তথ্য থাকে যেগুলি থেকে আমি বিশ্বের অজানা নানা তথ্য জানার সুযোগ পেয়ে থাকি৷ তোমরা একবার মুর্শিদাবাদ বেড়াতে এসো, সরাসরি অনেক কথা বলা যাবে৷ ইতি - তোমাদের নিয়মিত শ্রোতা বিশ্বনাথ মন্ডল, সভাপতি, ওয়ার্ল্ড রেডিও ক্লাব, চক হরহরিয়া, ইসলামপুর, মুর্শিদাবাদ, ভারত৷

আজ সকালে বাজানো গান খুব ভালো লেগেছে ,আরো ভালো লাগতো যদি গানটা পুরো শোনাতেন৷ আপনাদের অনুষ্ঠান খুব খুব ভালো লাগছে এবং অনেক অজানা তথ্য জানতে পারছি৷ ছাদিকুর রহমান ছাদিক, হামির কুত্‍সা চনদেপুর, রাজশাহী, বাংলাদেশ৷

আজকে সকালের অনুষ্ঠানে স্টকহোমে ওয়াটার প্রাইজ নিয়ে ‘হেল্থলাইন’ পরিবেশনা বেশ ভালো লাগলো৷ এবং ‘এই প্রজন্ম’ পরিবেশনায় অল্প সময়ে ডাক্তার বা পিএইচডি করা নিয়ে আলোচনা বেশ তথ্যপূর্ণ মনে হলো৷ বিধান স্যান্যাল, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, ভারত৷

আমি গত দুই মাস থেকে আপনাদের অনুষ্ঠান শুনছি৷ সন্দেহ নেই যে এটি বিশ্বের প্রথম শ্রেণীর একটি বাংলা অনুষ্ঠান৷ বাংলাদেশে থেকে কবে এই সম্প্রচার শুরু হয়েছে, জানাবেন কি ? ইঞ্জিনিয়ার রকিবুর রহমান, ঢাকা, বাংলাদেশ৷