1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিয়ের আট দিন আগে অ্যাসিড দগ্ধ কারিনা

৩ অক্টোবর ২০১০

আফগানিস্তানে সেনা পাঠানোর পক্ষে নন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ রয়েছে মিষ্টি কুমড়ার মধ্যে বোমা পরিবহণের খবর৷ আর চট্টগ্রাম নৌ বন্দরে অচলাবস্থা নিয়ে প্রতিবেদন৷

https://p.dw.com/p/PT5D
বাংলাদেশে অ্যাসিড সন্ত্রাসের খবর শোনা যায় মাঝে মাঝেই (ফাইল ফটো)ছবি: AP

আফগানিস্তানে সৈন্য

‘আফগানিস্তানে সৈন্য পাঠানো হবেনা: প্রধানমন্ত্রী'৷ শনিবার আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের বৈঠকে একথা বলেছেন শেখ হাসিনা৷ দৈনিক সমকাল দিয়েছে এই খবর৷ গত ২৩ সেপ্টেম্বর নিউ ইয়র্কে এক বৈঠকে বাংলাদেশকে আফগানিস্তানে সেনা পাঠানোর অনুরোধ করে মার্কিন কর্তৃপক্ষ৷ বিষয়টি নিয়ে বাংলাদেশি কূটনীতিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়৷ এই বিষয়ে দৈনিক প্রথম আলো লিখেছে, ‘আফগানিস্তানে সেনা না পাঠানোর পক্ষে আওয়ামী লীগের উপদেষ্টারা'৷

মিষ্টি কুমড়ায় বোমা

‘মিষ্টি কুমড়ার ভেতরে জঙ্গিদের বোমা' - দৈনিক যুগান্তরের শিরোনাম এটি৷ আইন প্রয়োগকারী সংস্থার হাত থেকে বাঁচতে মিষ্টি কুমড়ার ভেতরে করে পেট্রল বোমা বহন করছিল জেএমবির জঙ্গিরা৷ এই ঘটনায় নিরাপত্তা বাহিনী তিনজনকে আটক করেছে৷ এছাড়া দৈনিক ইত্তেফাকের শিরোনাম, ‘বেনামে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছে জঙ্গিরা'৷ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ-এর কর্মীরা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করছে৷ আটক তিন জঙ্গির কাছ থেকেও কর্মস্থলের পরিচয়পত্র উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী৷

নৌ বন্দরে অচলবস্থা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম দিয়েছে এই খবর৷ শিরোনাম, ‘বন্দরের সংকট দূর করতে উপদেষ্টা কমিটি'৷ চট্টগ্রাম বন্দরের চলমান সংকট দূর করতে ১৫ দিনের মধ্যে উপদেষ্টা কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান৷ শনিবার চট্টগ্রামে এক গোলটেবিল বৈঠকে একথা বলেন তিনি৷ একই বিষয়ে দৈনিক প্রথম আলোর শিরোনাম, ‘বন্দরের এত খারাপ অবস্থা আগে হয়নি, দায়ী মন্ত্রণালয়৷'

তিন তরুণী অ্যাসিড দগ্ধ

কালের কন্ঠসহ কয়েক দৈনিক জানিয়েছে এই খবর৷ শিরোনাম, ‘চট্টগ্রামে অ্যাসিড-সন্ত্রাসের শিকার তিন বোন, আট দিন পর বউ সাজার কথা ছিল কারিনার'৷ চট্টগ্রাম নগরীর পাঁচলাইশে কারিনার সঙ্গে অ্যাসিড-সন্ত্রাসের শিকার হন তাসনীন এবং ফারজানা৷

গ্রন্থনা: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সুপ্রিয় বন্দোপাধ্যায়