1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিষয় ফুটবল, লিপ্পির স্বপ্নে এল কাপেলোর আবেগ

৫ ফেব্রুয়ারি ২০১০

স্বপ্ন দেখেছেন ইটালির কোচ মার্সেলো লিপ্পি৷ স্বপ্নে ২০১০ বিশ্বকাপ ফাইনাল৷ যেখানে মুখোমুখি ইটালি আর ইংল্যান্ড৷ আর সেই ম্যাচে তিনি দেখতে পেয়েছেন ইংল্যন্ডের কোচ কাপেলোর মুখে আবেগের ছায়া৷

https://p.dw.com/p/Lt7l
স্বপ্ন দেখেছেন ইটালির কোচ মার্সেলো লিপ্পিছবি: AP

বিশ্বকাপের ফাইনালে যে দুটি দল মুখোমুখি হবে, খেলা শুরুর আগে সেই দুই দলেরই জাতীয় সঙ্গীত একবার করে শোনানো হয়ে থাকে৷ এটাই চিরকালের দস্তুর৷ আর সেই দস্তুরকে সম্বল করেই স্বপ্ন দেখেছেন ইটালির কোচ লিপ্পি৷ ২০০৬ সালের সর্বশেষ বিশ্বকাপে শেষ হাসি হেসেছিল ইটালি৷ লিপ্পির কোচিং-এ সেই ইটালি বিশ্বজয় করেছিল সেদিন বার্লিনে৷ প্রতিদ্বন্দী ফ্রান্সকে হারিয়ে৷ আর এবারের বিশ্বকাপে ফেভারিট ইটালি তাই এখন থেকেই ফাইনালে যাওয়ার স্বপ্নে মশগুল৷

Italien Nationalmannschaft FiFA 2010 Weltmeisterschaft Südafrika
এবার দক্ষিণ আফ্রিকা যাচ্ছে ইটালির এই দলটাইছবি: AP

যেমনটা দেখেছেন কোচ লিপ্পি৷ দেখেছেন, ফাইনালে তাঁর দল মুখোমুখি হয়েছে ইংল্যন্ডের৷ আর সেখানে ইংল্যন্ডের কোচ ফাবিও কাপেলোও হাজির যথারীতি৷ তারপর এক সময় দুই দলের জাতীয় সঙ্গীত বেজে উঠল৷ সেই সঙ্গীতের সুরে স্বয়ং ইটালীয় হয়েও কী করে নিজের আবেগকে ধরে রাখতে পারেন কাপেলো তাই দেখতে চান লিপ্পি৷ কারণ, বিশ্বকাপ ফাইনালের মত এতবড় মঞ্চে নিজের দেশাত্মবোধের মত আবেগকে গিলে ফেলা তো সহজ কাজ নয়!

তবে কাপেলোর কাজকে স্বীকৃতি দিতেও ভোলেন নি লিপ্পি৷ বলেছেন, যেভাবে পিছিয়ে পড়া ইংল্যন্ডকে টেনে তুলেছেন কাপেলো, তার জন্য কোন প্রশংসাই যথেষ্ট নয়৷ ২০০৮ সালের ইউরো কাপে কোয়ালিফাই করতে ব্যর্থ ইংল্যন্ড যে শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় খেলতে যাচ্ছে, তার জন্য কাপেলোর একক প্রচেষ্টাই দায়ী৷ বলেছেন ইটালির কোচ মার্সেলো লিপ্পি৷

প্রতিবেদন- সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা - জাহিদুল হক