বিশ্ব অর্থনীতি | পাঠক ভাবনা | DW | 08.09.2010
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

বিশ্ব অর্থনীতি

আমি ডয়চে ভেলের নতুন বন্ধু৷ নিয়মিত ডয়চে ভেলের সংবাদ শুনি৷ আমার অনুরোধ, বাংলাদেশের রাজনীতি সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করবেন৷ তাহলে বাংলাদেশের ....

মানুষ আরো সচেতন হতে পারবে৷ মোঃ গোলাম কবির, কালুপাড়া, নয়াপাড়া, বদরগঞ্জ, রংপুর, বাংলাদেশ৷

আমি অনেকদিন যাবত এসএমএস পাঠাচ্ছি কিন্তু কোন উওর পাইনা৷ আশাকরি উত্তর দিবেন৷ নারায়ণ রায়, তালপাড়া, পুখুরী হাটফুলবাড়ী, দিনাজপুর, বাংলাদেশ৷

পুরস্কার বড় কথা নয়, অংশগ্রহণই বড় কথা৷ আপনাদের আয়োজিত ইন্টারনেট কুইজের উত্তর খুঁজতে গিয়ে আমি ওয়েবসাইটের প্রতিটি বিভাগের প্রতিটি বিষয় খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে থাকি৷ এর ফলে আমি কুইজের উত্তর পেয়ে যাই এবং গোটা দুনিয়ার অনেক অজানা নিত্যনতুন তথ্য,তত্ত্ব জানতে পারি৷ এক কথায় বলা যায়-ইন্টারনেট কুইজ একটি জ্ঞান অর্জনের সোপান৷ মোখলেসুর রহমান, বাংলাদেশ ডিএক্স ক্লাব ইন্টারন্যাশনাল, খাদিমপুর বাজার, কুষ্টিয়া, বাংলাদেশ৷

বাংলা বিভাগ থেকে নিউজলেটার পাঠানো হচ্ছে, আমার জন্য এক কপি পাঠাবেন৷ সৌতিক হাতি, রগড়া, পশ্চিম মেদিনীপুর, ভারত৷

গতকালের হেল্থলাইন পর্বে পশ্চিম আফ্রিকার বেনিনের টোকোরো গ্রামে ভেষজ চিকিৎসা বিষয়ে প্রতিবেদনটি ভালো লাগলো৷ ধীরেন বসাক, ফুলিয়া, নদিয়া, ভারত৷

বিশ্ব অর্থনীতি মন্দা কবে নাগাদ কাটিয়ে উঠা সম্ভব- এ নিয়ে একটি প্রতিবেদন শুনতে চাই ডয়চে ভেলে থেকে৷ মোঃ জালাল উদ্দিন বাবুল, রামপুর, সিলেট, বাংলাদেশ৷