1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বনাথ মন্দিরে ড্রেস কোড

১৩ জানুয়ারি ২০২০

বারাণসীতে গর্ভগৃহে গিয়ে বাবা বিশ্বনাথের দর্শন করতে গেলে ধুতি বা শাড়ি পরতে হবে৷ শার্ট-প্য়ান্ট ও সালোয়ার-কামিজ পরে মন্দিরে ঢোকা যাবে, কিন্তু দূর থেকে দর্শন করতে হবে৷

https://p.dw.com/p/3W6e4
ছবি: Sirsho Bandopadhyay

বাবা বিশ্বনাথের মন্দিরের গর্ভগৃহে ঢোকার ড্রেস কোড চালু হতে চলেছে৷ গর্ভগৃহে গিযে 'স্পর্শ দর্শন' করতে গেলে

ধুতি বা শাড়ি পরতে হবে৷ না হলে গর্ভগৃহে ঢোকা যাবে না৷ প্য়ান্ট, শার্ট বা অন্য় পোশাক পরলে দূর থেকে দর্শন হবে৷ গর্ভগৃহে নামা যাবে না৷ মন্দির প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে৷ খুব তাড়াতাড়ি নতুন পোশাক বিধি চালু হয়ে যাবে৷

রবিবার সন্ধ্যায় মন্দির প্রশাসনের সঙ্গে কাশী বিদ্বৎ পরিষদের বৈঠক হয়৷ বৈঠকের সভাপতিত্ব করেন উত্তর প্রদেশের পর্যটন ও  ধর্মার্থ কার্য মন্ত্রী নীলকান্ত তিওয়ারি৷ মন্ত্রী জানান, তিনি চান, আরও বেশি লোক স্পর্শ দর্শন করার সুযোগ পান৷ তখন ঠিক হয়, রাত এগারোটা পর্যন্ত স্পর্শ দর্শন করা যাবে কিন্তু করতে হবে ধুতি বা শাড়ি পরে৷

সংস্কৃত পণ্ডিত এবং চিত্তরঞ্জন পার্কের কালী মন্দিরের পুরোহিত রঞ্জিত কুশারী ডয়চে ভেলেকে জানিয়েছেন, ''নিয়ম ও লোকাচার হল, সেলাই করা কাপড় পরে গর্ভগৃহে যাওয়া যায় না৷ এমনিতে অন্য মন্দিরে তো সচরাচর ব্রাক্ষ্মণ ছাড়া কেউ গর্ভগৃহে যেতে পারেন না৷ তবে বাবা বিশ্বনাথ বা শিবের মন্দিরে সকলের অবারিত দ্বার৷ তাই যে কেউ গর্ভগৃহে যেতে পারবেন৷ কিন্তু সেলাই ছাড়া পোশাক পরাই কাম্য৷''

মন্ত্রী নীলকান্ত তিওয়ারি বলেছেন, ''খুব তাড়াতাড়ি ভক্তদের স্পর্শ দর্শন করার নতুন পোশাক বিধি চালু হয়ে যাবে৷ মন্দির প্রশাসনকে বলা হয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব তা চালু করতে৷''

একবার বাবা বিশ্বনাথ মন্দিরে এই পোশাক বিধি চালু হলে অন্যত্রও তা চালু হতেই পারে৷

জিএইচ/এসজি(হিন্দুস্তান টাইমস)