1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানির জাতীয় দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো রেভে

জন সিল্ক/ এআই২৩ নভেম্বর ২০২২

বিশ্বকাপে জার্মান দলের অধিনায়ক মানুয়েল নয়ারকে রেইনবো আর্মব্যান্ড বা বাহুবন্ধনী পরানোর সিদ্ধান্ত থেকে সরে আসায় জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি)-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে সুপারমার্কেট চেইন রেভে৷

https://p.dw.com/p/4JxC8
জার্মান সুপারমার্কেট চেইনটি মঙ্গলবার ডিএফবির সঙ্গে বিজ্ঞাপনী প্রচারনা বাতিলের সিদ্ধান্তের কথা জানায়৷
জার্মান ফুটবল ফেডারেশনের সঙ্গে পার্টনারশীপে ইতি টেনেছে রেভে ছবি: Rolf Vennenbernd/dpa/picture alliance

জার্মান সুপারমার্কেট চেইনটি মঙ্গলবার ডিএফবির সঙ্গে বিজ্ঞাপনী প্রচারনা বাতিলের সিদ্ধান্তের কথা জানায়৷ মানুয়েল নয়ারসহ আরো কয়েকজন অধিনায়ক ‘ওয়ানলাভ' বাহুবন্ধনী পরে কাতারের মাঠে নামতে চেয়েছিলেন৷ কিন্তু ফিফা সেটিকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করবে জানালে এই সিদ্ধান্ত থেকে সরে আসেন তারা৷ ডাইভারসিটিকে উৎসাহিত করতে এই বাহুবন্ধনী পরতে চেয়েছিলেন অধিনায়করা৷   

গত সেপ্টেম্বরে ডিএফবি এক বিবৃতিতে জানিয়েছিল যে, আসন্ন নেশনস লিগ এবং কাতার বিশ্বকাপে রংধনুর রংয়ের বাহুবন্ধনী পরবেন মানুয়েল নয়ার৷ 

কিন্তু সোমবার বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা জানায় যে, কোনো খেলোয়াড় যদি এ ধরনের বাহুবন্ধনী পরে বিশ্বকাপের মাঠে নামেন, তাহলে তাকে হলুদ কার্ড দেখানো হবে৷ 

এরপরই নয়ারকে রেইনবো বাহুবন্ধনী পরানোর সিদ্ধান্ত থেকে সরে আসে জার্মানি৷ আর তার প্রতিক্রিয়ায় দেশটির সবচেয়ে বড় সুপারমার্কেট ফুটবল অ্যাসোসিয়েশনকে স্পন্সর করা বাদ দিলো৷ 

‘‘আমরা ডাইভারসিটির পক্ষে — ফুটবলও ডাইভারসিটি৷ আমরা এই অবস্থানেই থাকবো এবং এটিকে রক্ষা করবো,'' বলেন রেভে গ্রুপের প্রধান নির্বাহী লিওনেল স্যুখ৷

‘‘ফিফার কলঙ্কজনক মনোভাব পুরোপুরি অগ্রহণযোগ্য,'' যোগ করেন তিনি৷

ফিফার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারে ডিএফবি

জার্মান সংবাদপত্র বিল্ডকে ডিএফবির মুখপাত্র স্টেফেন সিমন বলেন, ‘‘ডাইভারসিটি এবং মানবাধিকারের পক্ষে একটি নিদর্শন তৈরিতে আমাদের বাধা দিয়েছে ফিফা৷ সংস্থাটি এক্ষেত্রে সুনির্দিষ্ট না করেই খেলাধুলার উপর নিষেধাজ্ঞা আরোপের বড় হুমকি দিয়েছে৷ ফিফার এই উদ্যোগ আইনসিদ্ধ কিনা তা যাচাই করছে ডিএফবি৷''

ওয়ানলাভ প্রচারণায় জার্মানির সঙ্গে রয়েছে ইংল্যান্ড, নেদারল্যান্ডস, বেলজিয়াম, সুইজারল্যান্ড, ওয়েলস, ফ্রান্স, ডেনমার্ক, নরওয়ে ও সুইডেন৷

এসব দেশের ফুটবল ফেডারেশনগুলো জানিয়েছিল যে, কাতার বিশ্বকাপে রেইনবো বাহুবন্ধনী পরবেন তাদের দলের অধিনায়করা৷ কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে ইরানের খেলার আগে তারা এই সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ান৷ কাতারে সমকামিতা অবৈধ৷  

কাতার বিশ্বকাপ নিয়ে জার্মানিতে তীব্র প্রতিক্রিয়া

কাতার বিশ্বকাপকে ঘিরে কত কয়েক সপ্তাহ ধরে জার্মানিতে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে৷ কিছু বার বিশ্বকাপের খেলা দেখানো থেকে বিরত রয়েছে৷ আর টুইটারে ইংরেজিতে #বয়কটকাতার২০২২ হ্যাশট্যাগটি ট্রেন্ড করছে৷

জার্মানির পশ্চিমাঞ্চলের হেয়ার্নে শহরের একটি ফুটবল স্টেডিয়ামে গত রোববার বেশ কয়েক হাজার কবরের মোমবাতি জ্বালানি হয়েছিল৷

কাতারে গত এক দশকে মারা যাওয়া পনের হাজারের বেশি অভিবাসী শ্রমিকের স্মরণে শ্রমিক কল্যাণ সংস্থা আভো এবং শিল্পী ফল্কার-ইওহানেস ট্রিবের উদ্যোগে এই আয়োজন করা হয়৷ কাতার সরকারের পরিসংখ্যান থেকে এই সংখ্যাটি নেয়া হয়েছে৷

পাশাপাশি বালুভর্তি ৬,৫০০ ফুটবলও স্টেডিয়ামের খেলার স্থানে রাখা হয়েছিল৷ কাতার সরকারের বাইরের বিভিন্ন সূত্র থেকে এই সংখ্যাটি পাওয়া গেছে৷ সেসবে দাবি করা হয়েছে যে, কাতার বিশ্বকাপ আয়োজনের বিডে জয়ী হওয়ার পর থেকে ৬,৫০০ অভিবাসী শ্রমিক নিহত হয়েছেন৷ এসব শ্রমিকরা মূলত ভারত, পাকিস্তান, নেপাল, বাংলাদেশ এবং শ্রীলঙ্কার নাগরিক ছিলেন৷