1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বকাপ ১৯৮৭: ভারত পাকিস্তানের যৌথ আয়োজন

৭ ফেব্রুয়ারি ২০১১

এই প্রথম বিশ্বকাপের আয়োজন হয় ইংল্যান্ডের বাইরে, যৌথ আয়োজক হয় ভারত এবং পাকিস্তান৷ অন্যদিকে ম্যাচ ৬০ ওভারের বদলে ৫০ ওভারে নামিয়ে আনা হয়, প্রথমবারের মত ম্যাচ পরিচালনা করেন নিরপেক্ষ আম্পায়ার৷

https://p.dw.com/p/10CPY
অস্ট্রেলিয়ার বর্তমান ক্রিকেট দলের একাংশছবি: picture alliance/empics

সেমিফাইনালে ভারত এবং পাকিস্তান ওঠায় অনেকেই আশা করেছিলেন ফাইনালে হয়তো দেখা যাবে চির প্রতিদ্বন্দ্বী এই দুই দেশকে৷ কিন্তু ভারত ফেভারিট ইংল্যান্ডের কাছে এবং পাকিস্তান অস্ট্রেলিয়ার কাছে হেরে গেলে সমর্থকদের সেই আশা নিভে যায়৷ অন্যদিকে এই প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজ ফাইনাল তো দূরের কথা সেমিফাইনালে উঠতে ব্যর্থ হয়৷

ফাইনাল ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করে অসিরা৷ ডেভিড বুনের ৭৫ রানের কল্যাণে অস্ট্রেলিয়া সংগ্রহ করে ২৫৩ রান৷ তবে এই সংগ্রহ যে খুব বড় ছিল তা নয়৷ বিশেষ করে মাইক গ্যাটিং এর নেতৃত্বে ইংলিশ ব্যাটিং লাইন আপ ছিল বেশ শক্তিশালী৷ কিন্তু একটি রিভার্স সুইপ করতে গিয়ে উইকেট কিপার গ্রেগ ডায়ারের হাতে ধরা পড়েন গ্যাটিং৷ এরপর থেকে আর খেলায় ফিরে আসতে পারেনি ইংলিশরা৷ শেষ ওভারে তাদের দরকার ছিল ১৭ রান৷ কিন্তু ২৪৬ রানেই থেমে যায় ইংল্যন্ডের ইনিংস৷ ফলে প্রথমবারের মত বিশ্ব ক্রিকেটে সেরার আসন পায় অস্ট্রেলিয়া৷ আর শুরু হয় বিশ্ব ক্রিকেটে অসিদের উত্থানপর্ব৷