1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বকাপ ম্যাচের জন্য বাড়তি নিরাপত্তা চট্টগ্রামে

৬ মার্চ ২০১১

চট্টগ্রামে বিশ্বকাপ ম্যাচে নিরাপত্তা বাড়াতে পুলিশ ভ্যানের সঙ্গে মোতায়েন করা হবে সামরিক বাহিনীর ‘আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার’ বা এপিসি৷

https://p.dw.com/p/10UHV
আলোর ঝর্ণা থেকে পুলিশের সাঁজোয়া গাড়িছবি: bdnews24.com

আগামী ১১ই মার্চ চট্টগ্রামে বাংলাদেশ ও ইংল্যান্ডের ম্যাচ অনুষ্ঠিত হবে৷ তারপর দ্বিতীয় ম্যাচ ১৪ই মার্চ নেদারল্যান্ডস'এর বিরুদ্ধে৷

শুক্রবার ঢাকায় ওয়েস্ট ইন্ডিজ দলের বাসের উপর হামলার পর কর্তৃপক্ষ নড়েচড়ে বসেছে৷ আন্তর্জাতিক ক্রিকেট পরিষদের পর ওয়েস্ট ইন্ডিজ দল বিষয়টি লঘু করে দেখলেও বিশ্বকাপ চলাকালীন এমন অপ্রিয় ঘটনা যাতে আর না ঘটতে পারে, তা নিশ্চিত করতে যতটা সম্ভব চেষ্টা চলছে৷ প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল করিম বলেছেন, শুক্রবারের ঘটনা দেশের ভাবমূর্তির ক্ষতি করেছে৷ এমনটা আর কখনো ঘটতে দেওয়া যায় না৷ স্টেডিয়াম, হোটেল ও যাতায়াতের পথে খেলোয়াড় ও কর্মকর্তাদের নিরাপত্তায় যাতে কোনো ফাঁক না থাকে এবং উগ্র সমর্থকরা যাতে তাদের হয়রানি করতে না পারে, তেমনটাই নিশ্চিত করার চেষ্টা চলছে৷

এই উদ্যোগেরই আওতায় সিএমপি কমিশনার আবুল কাশেম জানিয়েছেন, খেলোয়াড়দের যাতায়াতের সময় নিরাপত্তা নিশ্চিত করতে তিনি সামরিক বাহিনীর কাছে এপিসি যান মোতায়েন করার অনুরোধ জানিয়েছেন৷ বিশ্বকাপ শুরু হওয়ার আগেই সামরিক বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছিল, যাতে তারা সংকট দেখা দিলে দ্রুত হস্তক্ষেপ করতে পারে৷ এবার সরাসরি পথেঘাটে এপিসি যান নামিয়ে তাদের উপস্থিতি নিশ্চিত করা হবে৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী