বিশ্বকাপ ফুটবল | পাঠক ভাবনা | DW | 10.06.2010
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

বিশ্বকাপ ফুটবল

বিশ্বকাপ ফুটবল সম্পর্কে ডয়চে ভেলের রেডিও এবং ওয়েবসাইটের সর্বশেষ তথ্যগুলো খুব ভালো লাগছে৷ ওয়েবসাইটে খেলোয়াড়দের ছবিসহ ...

জার্মান ফুটবল টিম

জার্মান ফুটবল টিম

এফ এম শুরুর পর থেকে ডয়চে ভেলের অনুষ্ঠান নিয়মিত শুনি৷ আপনাদের অনুষ্ঠান আমার ভীষণ ভীষণ ভালো লাগে এবং মনে হয় আপনারা আমার পরিবারের সদস্যদের মতো আপন৷ অনুষ্ঠান সূচি পাঠাবেন, সবাইকে বিলি করবো৷ মোঃ আমিনুল এহসান, কারমাইকেল কলেজ, রংপুর, বাংলাদেশ৷

ফিফা ২০১০ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ডয়চে ভেলের বিশেষ পরিবেশনা এক অভিনব আয়োজন-যা থেকে আমরা বিশ্বকাপ ফুটবল শুরু হবার আগে থেকেই সব প্রয়োজনীয় খবর জানতে পারছি৷ এ যেন ঘরে বসেই দক্ষিণ আফ্রিকার মাঠে চলা৷ মোঃ গোলাম রসুল, সোনার বাংলা রেডিও ক্লাব, হরিপুর, ঝিনাইদহ, বাংলাদেশ৷

আমি একজন নতুন এফএম শ্রোতা৷ আমার কাছে শর্টওয়েভের চেয়ে এফএম তরঙ্গ বেশি ভালো লাগছে৷ ধন্যবাদ সবাইকে৷ মোঃ আলফাজ উদ্দিন, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ৷

ডয়চে ভেলের বাংলা ওয়েবসাইট দেখে বেশ ভালো লাগলো৷ আরো নতুন সংযোজন কাম্য ৷ নুরুননাহার শিরীন, ঢাকা, বাংলাদেশ৷

এখন আর ডয়চে ভেলের অনুষ্ঠান শুনতে কষ্ট হয়না, রংপুর থেকে সম্প্রচারিত এফএম তরঙ্গের অনুষ্ঠান খুব ভালো শুনতে পাচ্ছি৷ মোঃ ফিরোজ আহমেদ, সরকার পাড়া, পার্বতীপুর, দিনাজপুর, বাংলাদেশ৷

ডয়চে ভেলের বাংলা ওয়েবসাইটে ফিফা বিশ্বকাপ ফুটবল ২০১০ এর আয়োজন আমাকে মুগ্ধ করেছে৷ সত্যিই এ এক অসাধারণ আয়োজন৷ প্রস্তাব- বিশ্বকাপের ভালো গোল-গুলোর ভিডিও ক্লিপস এই ওয়েবসাইটে রাখবেন৷ সৌরদীপ সরকার, জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ, ভারত৷

পর্যালোচনামূলক তথ্যগুলো খুবই আকর্ষণীয়৷ আর সেজন্য ডয়চে ভেলের পুরো টিমকে ধন্যবাদ৷ ডাক্তার এসএস ভট্টাচার্য, নবোদয় পল্লী, মেদিনীপুর, ভারত৷