1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বকাপ থাকছে স্বাগতিক দেশেই

৩১ মার্চ ২০১১

বিশ্বকাপ ক্রিকেট ২০১১ এর ফাইনালে খেলবে ভারত ও শ্রীলঙ্কা৷ গত ৩০ এপ্রিল ভারত ও পাকিস্তানের সেমি-ফাইনালের ফলাফল নিশ্চিত করেছে সেই বিষয়টি৷ ফাইনালে যে শুধু দক্ষিণ এশিয়ার দেশগুলি খেলবে সেই বিষয়টি জানা গিয়েছিলো আগেই৷

https://p.dw.com/p/10lFU
Cricket, fans, cheer, World, Cup, semifinal, match, India, Pakistan, Mohali, India, উল্লসিত, ভারতীয়, ক্রিকেট, দল, ভক্ত, একাংশ
উল্লসিত ভারতীয় ক্রিকেট দলের ভক্তদের একাংশছবি: DW

এবার নিশ্চিত হলো দুই স্বাগতিক দেশই খেলছে ফাইনালে৷ শনিবার ২ এপ্রিল মুখোমুখি হবে প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ী শ্রীলঙ্কা এবং দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানের বিপরীতে জয়ী ভারত৷

মুম্বই এর ওয়াংখেড়ে স্টেডিয়ামে হবে এই খেলা৷ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ৩টায়৷ বলা হচ্ছে, ঐদিনের আবহাওয়া ব্যাট এবং বল দু'টোর জন্যই উপযুক্ত৷ খেলা যখন শুরু হবে তখন কিছুটা গরম থাকলেও সন্ধ্যায় সাগর পাড়ের হাওয়া তাপমাত্রা অনেকখানি কমিয়ে দেবে৷ এখন দেখা যাক, শেষ পর্যন্ত কার ঘরে যাবে বিশ্বকাপ – মহেন্দ্র সিং ধোনি'র নেতৃত্বে ভারত, নাকি অধিনায়ক কুমার সাঙ্গাকারা'র শ্রীলঙ্কার কাছে৷

এই দুই দেশ এই পর্যন্ত খেলেছে ১২৮টি ম্যাচ৷ যার মধ্যে ভারত জিতেছে ৬৭ বার৷ শ্রীলঙ্কা ৫০ বার৷ টাই হয়েছে ১১ বার৷ ১৯৭৯ সালের ১৬ জুন প্রথম খেলা হয় এই দু'টি দেশের মধ্যে৷ প্রথম খেলায় শ্রীলঙ্কা ৪৭ রানে হারায় ভারতকে৷ শেষ ২০১০ সালের ২৮ আগস্ট ডাম্বুলায় মুখোমুখি হয়েছিল এই দু'টি দল৷ সেবারেও ৭৪ রানে শ্রীলঙ্কার কাছে হারে ভারত৷

এর আগে উপমহাদেশ আরও দুইবার বিশ্বকাপের আয়োজক ছিল৷ ১৯৮৭ সালে ভারত ও পাকিস্তান বিশ্বকাপের আয়োজন করলেও ফাইনাল পর্যন্ত যেতে পারেনি৷ ১৯৯৬ সালে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা মিলে আয়োজন করে বিশ্বকাপের৷ সেই ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় শ্রীলঙ্কা৷ অবশ্য এর আগে ১৯৮৩ সালে বিশ্বকাপ জিতেছিলো ভারত৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: সঞ্জীব বর্মন