বিশ্বকাপ কুইজে যাঁরা বিজয়ী হলেন | পাঠক ভাবনা | DW | 25.07.2018
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

বিশ্বকাপ কুইজ

বিশ্বকাপ কুইজে যাঁরা বিজয়ী হলেন

বিশ্বকাপ ফুটবল উপলক্ষ্যে ডয়চে ভেলের বাংলা বিভাগ আয়োজন করেছিল একটি বিশেষ কুইজ প্রতিযোগিতার৷ দীর্ঘ ছয় সপ্তাহ ধরে চলা কুইজে প্রতিদিনের অংশগ্রহণকারীদের মধ্যে থেকে একজন করে বিজয়ী নির্ধারণ করা হয়েছে লটারির মাধ্যমে৷

সব বিজয়ীর নাম একসাথে প্রকাশ করা সম্ভব নয়৷ তাই ধাপে ধাপে প্রতি সপ্তাহে কয়েকজন করে বিজয়ীর নাম প্রকাশ করা হবে৷ আজ থাকছে মোট পাঁচজন বিজয়ীর নাম৷

প্রথম পর্বে বিজয়ীরা হলেন –

মিজানুর রহমান, সুলোচনা সমাজ কল্যাণ সংঘ, মহিশপুর, শাহাজাদপুর, সিরাজগঞ্জ৷

তাহতিহা সালেহ, প্রযত্নে মোআবু সালেহ, ডাকবাংলা রোড, নীলফামারী৷

পার্থ দত্ত, বড় চাঁদ ঘর, নদীয়া, পশ্চিমবঙ্গ, ভারত৷

মেজবাহ উদ্দিন চন্দন, গাংনী, মেহেরপুর৷

মো. হাফিজুর রহমান, ইন্টারন্যাশনাল মিতালী লিসনার্স ক্লাব,চুপী, পূর্বস্থালী, বর্ধমান৷

বিজয়ী বন্ধুদের আন্তরিক অভিনন্দন!  আপনাদের সবার জন্যই রয়েছে আকর্ষণীয় পুরস্কার৷ পুরস্কারগুলো হাতে পেতে কিন্তু একটু ধৈর্য্য ধরতে হবে৷ আর আজকের বিজয়ী তালিকায় যাঁদের নাম নেই, তাঁরা মন খারাপ করবেন না৷ আগামীতে থাকবে আরো অনেকের নাম, অনেক পুরস্কার! আর হ্যাঁ, কুইজে অংশ নেয়ার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ৷

বন্ধুদের সকলের জন্য রইলো আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা৷ ভালো থাকবেন আর অবশ্যই ডয়চে ভেলের সাথে থাকবেন৷

ডয়চে ভেলের বাংলা বিভাগ

নির্বাচিত প্রতিবেদন