1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বকাপে সত্যিকারের ফেভারিট ইংল্যান্ড

২৫ জানুয়ারি ২০১১

ব্যাটিং বোলিং এই দুই ক্ষেত্রেই বর্তমান বিশ্বের অন্যতম সেরা ইংল্যান্ড৷ দীর্ঘদিন পর এবারের বিশ্বকাপে ইংল্যান্ডকে সত্যিকারভাবেই ফেভারিট মনে করা হচ্ছে৷

https://p.dw.com/p/102ff
ভারতের মাটিতে ইংলিশরা কতটুকু ভালো করবে সেটি নিয়ে কিছুটা সন্দেহ রয়েছে (ফাইল ফটো)ছবি: AP

ইংলিশদের এবারের দলটিকে দেখে যে কারো গুচ-বোথাম আমলের কথা মনে পড়বে৷ '৯২ তে সেই গুচ-বোথামের সেই দলটি ছিল এমনই৷ কি ব্যাটিং কি বোলিং দুই ক্ষেত্রেই দলে ছিল শক্তিশালী খেলোয়াড়ের উপস্থিতি৷ এবারও দলে রয়েছে এক ঝাঁক ম্যাচ উইনার ব্যাটসম্যান যার নেতৃত্ব দিচ্ছেন কেভিন পিটারসন৷ সাবেক এই অধিনায়কের ব্যাটের দিকে তাকিয়ে এবার ইংলিশদের বেশিরভাগ সমর্থক৷ তাঁর সঙ্গে রয়েছেন অধিনায়ক স্ট্রস, নির্ভরযোগ্য ব্যাটসম্যান আয়ান বেল এবং অলরাউন্ডার পল কলিংউড৷

অন্যদিকে পেস বোলিং এবার ইংলিশ আক্রমণের অন্যতম অস্ত্র৷ রয়েছেন জেম্স অ্যান্ডারসন, গ্রায়েম সোয়ান এবং স্টুয়ার্ট ব্রডের মত কোয়ালিটি পেসার৷ ফলে এতগুলো অস্ত্র যদি একসঙ্গে গর্জে ওঠে তাহলে যে কোন দলের পরাজয় নিশ্চিত, তা বলা যায়৷

তবে ভারতের মাটিতে ইংলিশরা কতটুকু ভালো করবে সেটি নিয়ে কিছুটা সন্দেহ থেকে যাচ্ছে৷ স্পিন সহায়ক পিচে ইংলিশদের দুর্বলতা রয়ে গেছে৷ তবে ব্যাটসম্যানরা যদি ঠিকমত খেলতে পারেন তাহলে এবার সাফল্য আসা অসম্ভব নয়৷ সেই '৯২ বিশ্বকাপের পর এখন পর্যন্ত ইংলিশরা ফাইনালে উঠতে পারেনি৷ তাই যে কোনভাবে সাফল্য আনতে বদ্ধপরিকর এবার ইংলিশরা৷

স্কোয়াড: অ্যান্ড্রু স্ট্রস (অধি), জেম্স অ্যান্ডারসন, আয়ান বেল, টিম ব্রেসনান, স্টুয়ার্ট ব্রড, ইয়ন মরগ্যান, কেভিন পিটারসন, ম্যাট প্রাইয়র (উই), আজমাল শাহজাদ, গ্রায়েম সোয়ান, জেম্স ট্রেডওয়েল, জোনাথান ট্রট, ল্যুক রাইট, মাইকেল ইয়ার্ডি৷

সাফল্য: রানার্স আপ ১৯৭৯, ১৯৮৭, ১৯৯২৷ ওডিআই অবস্থান: ৫৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী