1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বকাপে জাপানের নতুন রেকর্ড

২৫ জুন ২০১০

নতুন রেকর্ড করলো এশিয়ার দল জাপান৷ নিজ দেশের বাইরে অর্থাৎ বিদেশের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় রাউন্ডে প্রথমবারের মতো জায়গা করে নিল দেশটি৷ বৃহস্পতিবার তাঁরা হারালো ডেনমার্ককে, ৩-১ গোলে৷

https://p.dw.com/p/O2bE
জাপানের গোল উৎসবছবি: picture alliance/dpa

স্কোরলাইন দেখেই বোঝা যাচ্ছে যে, রক্ষণাত্মক খেলার জন্য পরিচিত জাপান এই খেলায় কীরকম আক্রমণাত্মক ছিল৷ যদিও শেষ ষোলতে পৌঁছার জন্য শুধু ড্র করলেই চলতো জাপানের, কিন্তু তারপরও তাঁরা জয়ের জন্য খেলেছে কাল৷ তবে ম্যাচের শুরুতে ডেনমার্ক কিছুটা চাপ সৃষ্টি করে জাপানের ওপর৷ কিন্তু কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণ চলে যায় জাপানের কাছে৷ এর ফলে প্রথমার্ধেই ফ্রি কিক থেকে অসাধারণ দুটি গোল আদায় করে নেয় জাপানিরা৷ এর মধ্যে একটি গোল করেন ম্যাচের সেরা খেলোয়াড় কেইসুকে হোন্ডা আর অন্যটি করেন ইয়াসুহিতো এন্ডো৷ একটি গোল করা ছাড়াও তৃতীয় গোলের পেছনে মূল ভূমিকা ছিল হোন্ডা'র৷ এর ফলে দক্ষিণ কোরিয়ার পর এশিয়ার দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপের দ্বিতীয় পর্বে উঠলো জাপান৷ মঙ্গলবার তারা খেলবে প্যারাগুয়ের সঙ্গে৷ আর ঐ ম্যাচে জেতার ব্যাপারে এখনই বেশ আত্মপ্রত্যয়ী হোন্ডা৷ খেলা শেষে তিনি বলেন, এখন আমরা যে ধরণের ফুটবল খেলছি তাতে মনে হচ্ছে আমরা দ্বিতীয় পর্বের চেয়েও আরও দূরে যেতে সক্ষম৷ হোন্ডা বলেন, কোচ তাকেশি ওকাদা'র কারণেই তাঁরা রক্ষণাত্মক খেলার কৌশল থেকে বেরিয়ে এসেছেন৷ হোন্ডার এই কথার প্রমাণ পাওয়া গেল কোচের কথায়ও৷ তিনি বলেন, আমরা জানতাম যে ড্র করলেই আমরা শেষ ষোলতে যেতে পারবো৷ কিন্তু তাই বলে আমরা নিষ্ক্রিয় হয়ে খেলতে চাইনি৷ উল্লেখ্য, জাপান যদি প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে পৌঁছতে পারে তাহলে সেটা হবে বিশ্বকাপে জাপানের সেরা ফল৷ শেষ পর্যন্ত কী হয় এখন সেটাই দেখার বিষয়৷

এদিকে ‘ই' গ্রুপের অন্য খেলায় হল্যান্ড ২-১ গোলে হারিয়েছে ক্যামেরুনকে৷ এর ফলে আর্জেন্টিনার পর এখন পর্যন্ত একমাত্র হল্যান্ডই প্রথম পর্বের সব ম্যাচ জিতে দ্বিতীয় রাউন্ডে চলে গেলো৷ অবশ্য কালকের ম্যাচের আগেই হল্যান্ডের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত ছিল৷ কিন্তু তারপরও তারা কোনো ছাড় দেয়নি ক্যামেরুনকে৷ ম্যাচের শুরুতে দু'দলই আক্রমণ-পাল্টা আক্রমণ করে খেলা চালিয়ে গেলেও পরবর্তীতে ডাচরা খেলায় প্রাধান্য বিস্তার করে৷ ফলে পার্সির গোলে এগিয়ে যায় তারা৷ পরে পেনাল্টি থেকে সেই গোল শোধ করেন ক্যামেরুনের তারকা খেলোয়াড় স্যামুয়েল ইতো৷ এরপর হান্টেলার গোল করে জিতিয়ে দেন ডাচদের৷ এই খেলার পর বিশেষজ্ঞরা বলছেন, এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত ইউরোপের সেরা দল হলো হল্যান্ড৷ আগামী সোমবার দ্বিতীয় রাউন্ডে তাঁরা মুখোমুখি হবে স্লোভাকিয়া'র৷ এদিকে ক্যামেরুনের কোচ পল লে গুয়েন ম্যাচ শেষে এক সংবাদ সম্মেলন তাঁর পদত্যাগের ঘোষণা দেন৷ গত বছর জুলাইতে ক্যামেরুনের দায়িত্ব নিয়েছিলেন এই ফরাসী ভদ্রলোক৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: রিয়াজুল ইসলাম