1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বকাপের সামনে এখনও চ্যালেঞ্জ!

১৫ ফেব্রুয়ারি ২০১১

বিশ্বকাপ ক্রিকেটের আর মাত্র কয়টা দিন বাকি! এসময় আইসিসি’র একজন কর্তা বললেন, বিশ্বকাপের সামনে এখনও কিছু চ্যালেঞ্জ রয়েছে৷ অন্যদিকে ব্রিটিশ খেলোয়াড় পল কলিংউড বললেন, নতুন বাবা হলেও ক্রিকেট নিয়ে তাঁর আগ্রহ বাড়ছে৷

https://p.dw.com/p/10HC0
২০১১’র বিশ্বকাপের ট্রফি নিয়ে সাধারণ মানুষের উল্লাসছবি: Webdunia

হারুণ লরগাট বিশ্বকাপ শুরুর ৪দিন আগে কি সব নাকি চ্যালেঞ্জের কথা বলছেন?


‘ইন্টারন্যাশনালনাল ক্রিকেট কাউন্সিল' বা আইসিসি'র প্রধান কর্মকতা লরগাট বার্তাসংস্থা রয়টার্স এর সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছেন, প্রত্যেক দল যাতে খেলাতে তাদের সর্বোচ্চ যোগ্যতা প্রকাশের সুযোগ পায় আমরা সেই চেষ্টা এখনও করে যাচ্ছি৷ তিনি চ্যালেঞ্জের কথা বললেও আসলে চ্যালেঞ্জকে কীভাবে মোকাবিলা করছেন মূলত সেই বিষয়টি নিয়েই কথা বলেছেন৷

এপ্রিলের ২ তারিখে তো মুম্বই এ বিশ্বকাপের ফাইনাল খেলা হওয়ার কথা রয়েছে৷ মুম্বইসহ ৫টি খেলার মাঠ নাকি এখনও বিশ্বকাপ খেলার জন্য উপযুক্ত নয়?

হ্যাঁ, বিশ্বকাপ খেলার জন্য উপযুক্ত করে তুলতে ৫টি খেলার মাঠে এখনও কাজ চলছে৷ এ প্রসঙ্গে লরগাট বলেছেন, কবে কোথায় খেলা হবে তার ভেন্যু আমরা পেয়ে গেছি৷ সেই অনুযায়ী স্টেডিয়াম প্রস্তুত করে তোলা তেমন কোনো ব্যাপার নয়৷


বিশ্বকাপ নিয়ে কী ধরণের নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে সেই প্রসঙ্গে কী লরগাট কিছু বলেছেন?

লরগাট তো বলেছেন, এ ব্যাপারে দুশ্চিন্তার কোনো কারণ নেই৷ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তাঁরা খুবই সন্তুষ্ট৷

ব্রিটিশ খেলোয়াড় কলিংউড নাকি নতুন বাবা হলেন?

চৌঁত্রিশ বছর বয়সি ব্রিটিশ ক্রিকেটার কলিংউড৷ সম্প্রতি তিনি কন্যা সন্তানের বাবা হয়েছেন৷ কিন্তু স্ত্রীকে সে অবস্থায় ফেলে রেখে খেলার জন্য তাঁকে বাংলাদেশে চলে আসতে হয়েছে৷ কিন্তু সেই দু:খ ঢাকা পড়ে যাচ্ছে বিশ্বকাপের কথা চিন্তা করলে৷ তাই তিনি এখন খেলার মাঠেই নিজেকে ব্যস্ত রাখবেন বলে ঠিক করেছেন৷ তাছাড়া, এবারের বিশ্বকাপটা জিতে নিয়ে সেটাকে স্বদেশে নিয়ে যেতেও বেশ বদ্ধপরিকর কলিংউড৷ জানিয়েছেন তিনি৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: সুপ্রিয় বন্দোপাধ্যায়