1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বকাপের টিকিটি সংখ্যা জানাতে বিসিবির গড়িমসি

২ জানুয়ারি ২০১১

বিশ্বকাপ ক্রিকেটের টিকিট বিক্রি শুরু হচ্ছে আজ থেকে৷ বহু মানুষ ইতিমধ্যে টিকিট কেনার লাইনে দাঁড়িয়ে নির্ঘুম রাত পার করেছেন৷ এদিকে টিকিটের সংখ্যা কত তা এখনও জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড৷

https://p.dw.com/p/zsRZ

বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ক্রীড়া আসর হতে যাচ্ছে আসন্ন ক্রিকেট বিশ্বকাপ৷ যদিও ভারত এবং শ্রীলংকার সঙ্গে যৌথভাবে আয়োজিত হচ্ছে এই আসর তারপরও বিশ্বকাপ বলে কথা৷ আর ক্রিকেট এখন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলাই নয়, তারচেয়েও বেশি কিছু হিসেবে মানুষের মনে জায়গা করে নিয়েছে৷ তাই সেই বিশ্বকাপ ক্রিকেটের টিকিট পেতে মরিয়া ক্রীড়ামোদীরা৷

আজ রোববার থেকে সিটি ব্যাংকের ৫০টি এবং অগ্রণী ব্যাংকের ৩০টি শাখায় একযোগে টিকিট বিক্রি শুরু হচ্ছে৷ তবে আপাতত উদ্বোধনী অনুষ্ঠানের টিকিট ছাড়া হচ্ছে না৷ চারটি অনুশীলন ম্যাচ, ছয়টি গ্রুপ ম্যাচ এবং দুটি কোয়ার্টার ফাইনালের টিকিট কিনতে পারবেন আগ্রহী দর্শকরা৷

এদিকে টিকিট বিক্রি শুরু হচ্ছে আজ, কিন্তু গতকাল সকাল থেকেই বহু মানুষ ব্যাংকগুলোর সামনে লাইনে দাঁড়িয়ে গেছেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো৷ চাহিদার তুলনায় টিকিট অল্প হওয়ায় হাজার হাজার মানুষ টিকিট পেতে মরিয়া হয়ে আছে৷ টিকিট পাওয়ার জন্য জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্স সঙ্গে রাখতে বলা হয়েছে৷ তবে যাদের এসব নেই তাদেরও টিকিট কেনার সুযোগ দেওয়া হবে বলে জানানো হয়েছে বিসিবির পক্ষ থেকে৷

এদিকে টিকিট বিক্রির আগে এখনও জানা যায়নি টিকিটের মোট সংখ্যা কত৷ বিসিবির পক্ষ থেকে এই নিয়ে কোন তথ্য দেওয়া হয়নি বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ৷ কতগুলো টিকিট বিক্রি করা যাবে সেটি নিয়েও কিছু জানায়নি বিসিবি৷ এছাড়া ভিড় ঠেকাতে নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার জন্য বিসিবিকে অনুরোধ জানিয়েছিল ব্যাংকগুলো৷ কিন্তু তাতেও তেমন সাড়া মেলেনি বলে তারা অভিযোগ করেছে৷ এদিকে টিকিট নিয়ে কোন গোপনীয়তা নেই বলে শনিবার এক সংবাদ সম্মেলনে দাবি করেছে বিসিবি৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: জাহিদুল হক