1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বকাপের আসরে দলে ঠাঁই পেতে নাও পারেন বেকহ্যাম

১৫ মার্চ ২০১০

ইটালির লীগ ম্যাচে মারাত্মক ভাবে আহত হন ইংল্যান্ডের অন্যতম মিড-ফিল্ডার ডেভিড বেকহ্যাম৷ ডাক্তাদের পরামর্শ, বেকহ্যাম’কে অন্তত পাঁচ থেকে ছয় মাস মাঠের বাইরে থাকতে হবে৷ অর্থাৎ, আগামী বিশ্বকাপ থেকে বাদ পড়তে পারেন তিনি৷

https://p.dw.com/p/MTN1
চোট পাওয়ার পর মাঠের ওপর মাথায় হাত দিয়ে বসে পরেন বেকহ্যামছবি: AP

ফুটবলের জগতে ডেভিড বেকহ্যাম'কে কে না চেনে ? তাঁর পায়ের কাজ, নিখুঁত শট, এমনকি চুলের নিত্য নতুন স্টাইলও খুব সহজেই সৃষ্টি করে সংবাদ শিরনাম৷ বেকহ্যাম'এর অগুন্তি ফ্যানের কন্ঠে শোনা যায়, ‘বেন্ড ইট লাইক বেকহ্যাম'এর বুলি৷ অথচ এবারের বিশ্বকাপ ফুটবলের আসরে তাঁকে দেখা যাওয়ার সম্ভাবনা এখন খুবই ক্ষীণ৷ শুধু তাই নয়, এর সঙ্গে তাঁর আন্তর্জাতিক কেরিয়ারেও হয়ত যবনিকা পড়ে যেতে পারে৷ ভয়টা সে রকমই...

রবিবার ইটালির লীগ ম্যাচে ‘এসি মিলান'এর হয়ে শেষবার মাঠে নেমেছিলেন ৩৪ বছর বয়সি ইংল্যান্ডের এই প্রাক্তন অধিনায়ক৷ খারাপ খেলছিলেন না৷ কিন্তু, ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষণ আগে জখম হন ডেভিড৷ লুটিয়ে পড়েন ঘাসে৷ পরে তাঁকে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়তে দেখা যায়৷ পায়ের পুরনো চোটের ওপর আবারো আঘাত পাওয়ায়, এবারো গোড়ালির রগটাই ছিড়ে গেছে - মনে করছেন বিশেষজ্ঞরা৷ তাই সোম-মঙ্গলবারের মধ্যে বেকহ্যাম'কে চিকিৎসার জন্য ফিনল্যান্ডে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন ‘এসি মিলান'এর ফিজিশিয়ান জিয়ান পেরিরা৷ সেখানে শল্য-চিকিৎসক ড. সাকারি ওরাভা তাঁর অপারেশন করবেন বলে জানা গেছে৷

এদিকে, ইটালির ‘করিয়েরে দেল্লো স্পোর্ট' পত্রিকা দুর্ঘটনাটিকে ‘মস্ত এক নাটক' বলে অভিহিত করেছে এবং ‘লা গাজেটা দেল্লো' ‘বেকহ্যাম'এর ফুটবল কেরিয়ার বিপন্ন' এই শিরোনামে খবর ছেপেছে ইতিমধ্যেই৷ ফলত মুষড়ে পড়েছেন ডেভিড৷ দলের কোচ লেওনার্দো জানিয়েছেন, ‘‘বেকহ্যামের আঘাত পাওয়ার এই ঘটনায় আমরা অত্যন্ত চিন্তিত৷ ডেভিড অসাধারণ একজন মানুষ, অসাধারণ খেলোয়াড়৷ তাই এ ঘটনার পর আমি কিছুতেই স্বস্তি পাচ্ছি না৷''

অপারেশনের পর স্বাভাবিকভাবেই, খেলা তো দূরের কথা, বলে পা লাগাতেই বেশ কয়েক মাস লেগে যাবে বেকহ্যামের৷ ওদিকে, বিশ্বকাপের জন্য ইংল্যান্ড দলের কোচ ফাবিও ক্যাপেলো খুব শীঘ্রই ২৩ জনের নাম ঘোষণা করবেন৷ আর সেখানে ডেভিড বেকহ্যাম'এক ডাক পাওয়ার আশা নেই বললেই চলে৷ উল্লেখ্য, বর্তমানে ইংল্যান্ড দলের নিয়মিত সদস্য না হলেও, ‘এসি মিলান'এর হয়ে ভালো খেললে জাতীয় দলের দরজা আবারো হয়তো খুলে যেত বেকহ্যাম'এর জন্য৷ কিন্তু, নতুন এই চোটই এবার বাদ সাধলো৷

প্রতিবেদক : দেবারতি গুহ

সম্পাদনা : আব্দুল্লাহ আল-ফারূক