1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশৃংখলা সহ্য করা হবেনা : শেখ হাসিনা

২২ মে ২০১০

রাজনৈতিক কর্মসূচীর নামে আইন-শৃংখলার অবনতি ঘটানোর চেষ্টা হলে, তা সহ্য করা হবেনা৷ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ আর বিএনপি নেতা মীর্জা ফকরুল ইসলাম আলমগীর বলেছেন, যথেষ্ঠ সময় দেয়ার পরও, সরকার প্রতিশ্রুতি রক্ষা করেনি৷

https://p.dw.com/p/NUvk
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাছবি: Mustafiz Mamun

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশের উন্নয়নের জন্য আইন-শৃংখলা স্বাভাবিক রাখা জরুরী৷ আর যারা আইন-শৃংখলার অবনতি ঘটানোর চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে৷ তিনি বিরোধী দলের সমালোচনা করে বলেন, তারা ক্ষমতায় থাকতে গ্যাস-বিদ্যুতের উৎপাদন বাড়াতে কোন উদ্যোগ নেয়নি, এখন মায়াকান্না জুড়ে দিয়েছে৷

অন্যদিকে, বিএপির যুগ্ম মহাসচিব মীর্জা ফকরুল ইসলাম আলমগীর বলেন, এই সরকার ক্ষমতা নেয়ার পর ১৭ মাস সময় দেয়া হয়েছে৷ কিন্তু তারা প্রতিশ্রুতি ভঙ্গ করা ছাড়া আর কিছুই করেনি৷ তারা জনগনের ভোগান্তি চরমে নিয়েছে৷ তাই হরতালের মত আন্দোলন কর্মসূচী দিতে বাধ্য হচ্ছে বিরোধী দল৷

এছাড়া, আলমগীর আইন প্রতিমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলামের সমালোচনা করেন৷ তিনি বলেন, আইন প্রতিমন্ত্রী জিয়াউর রহমানকে পাকিস্তানের চর বলেছেন৷ যা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত৷ তিনি আইন প্রতিমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, ‘প্রমান করুন জিয়াউর রহমান পাকিস্তানের গুপ্তচর ছিলেন'৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ