1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশাল ঢেউয়ের রহস্যের সন্ধানে

৫ আগস্ট ২০১৯

সমুদ্রতটে ঢেউয়ের ধাক্কায় স্নান করতে অনেকেই পছন্দ করেন৷ কিন্তু ২০ মিটার উঁচু দৈত্যাকার ঢেউয়ের সামনে বিশাল জাহাজও অসহায় হয়ে পড়ে৷ এমন ঢেউ সৃষ্টির রহস্য ভেদ করতে জার্মানির এক গবেষণা প্রতিষ্ঠান উদ্যোগ নিচ্ছে৷

https://p.dw.com/p/3NMG9
Monsterwelle
ছবি: picture alliance/Photoshot/Xinhua/Wei Peiquan

মহাসাগরে ৮ থেকে ১০ মিটার উঁচু ঢেউ মোটেই বিরল ঘটনা নয়৷ যে কোনো মুহূর্তে মহাসাগরের কোনো অংশে ১০টি এমন ‘মনস্টার ওয়েভ' সৃষ্টি হয়৷ আচমকা ৩০ মিটার পর্যন্ত উঁচু ঢেউ দেখা দিতে পারে৷

জার্মানির হানোফার শহরের ফ্রানৎসিউস ইনস্টিটিউটে বিজ্ঞানীরা এমন দৈত্যাকার ঢেউ সৃষ্টি করতে পারেন৷ তবে এক্ষেত্রে কোনো ঝড়ঝঞ্জার কারণে পানি ফুলে ওঠে না৷ কম্পিউটার পানির নীচে প্লেটগুলি সঞ্চালন করে এমন পরিস্থিতি সৃষ্টি করে৷ ঢেউ গবেষক নিল্স ক্যার্পেন এ বিষয়ে বলেন, ‘‘উত্তর সাগরে এই ঝড়ের সময় ৮ থেকে ১০ মিটার পর্যন্ত উচ্চতার ঢেউ দেখা যায়৷ এটাই এই ধরনের ঝড়ের বৈশিষ্ট্য৷ এ ক্ষেত্রে অতি বিরল এক ঘটনা দেখা গেছে৷ ২৫ মিটার এক ঢেউ সৃষ্টি হয়েছে৷ একেই ‘মনস্টার ওয়েভ' বলা হয়৷''

এমন দৈত্যাকার ঢেউয়ের বৈশিষ্ট্য হলো, আশেপাশের সবচেয়ে বড় ঢেউয়ের তুলনায় এর উচ্চতা দ্বিগুণ বা তিনগুণ হতে পারে৷ ফলে সেটি দ্বিগুণ বা তিনগুণ খাড়া হয়ে ওঠে৷ সাধারণ ঢেউয়ের তুলনায় তার জোর প্রায় ১০ গুণ বেশি৷

যে ঝড়ের কারণে ৮ মিটার উঁচু ঢেউ সৃষ্টি হয়, সেই ঝড়ে হঠাৎ ২০ মিটারেরও বেশি উঁচু ঢেউ জেগে উঠে আবার কীভাবে উধাও হয়ে যায়, বহুকাল তা এক রহস্য ছিল৷ এখন এর ব্যাখ্যা জানা গেছে৷ পানির মধ্যে ঢেউ সমানভাবে ছড়িয়ে পড়ে না৷ যে ঢেউয়ের উঁচু ও নীচু অংশের মধ্যে ব্যবধান কম, তার গতি কমে যায়৷

অন্যদিকে বড় তরঙ্গদৈর্ঘ্যের ঢেউয়ের গতি অনেক বেশি হয়৷ সেগুলি ছোট ঢেউগুলিকে পেছনে ফেলে এগিয়ে যায়৷ দুই ঢেউ মিলে সেগুলির সম্মিলিত উচ্চতা বেড়ে যায়৷ এমন করে অনেকগুলি ঢেউ মিলে ‘মনস্টার ওয়েভ'-এ পরিণত হয়৷ দৈত্যাকার এমন ঢেউ অত্যন্ত খাড়া হয়৷ কোনো জাহাজের পক্ষে সেই ঢেউ অতিক্রম করা অসম্ভব৷ সেই ঢেউ তখন জাহাজের উপরে গিয়ে পড়ে৷

বিশাল পরিমাণ পানি জাহাজের ডেকের উপর মারাত্মক জোরে আছড়ে পড়ে৷ সমুদ্রের উপর এমন পরিস্থিতিতে জানালার কাচ ভেঙে যায় এবং ইস্পাতের তৈরি অংশগুলি বেঁকে যায়৷ সহজ আকারের ‘মনস্টার ওয়েভ' বোঝা বেশ সহজ৷ গবেষণাগারেও তা নকল করা সম্ভব৷

তবে এই তত্ত্বেরও সীমাবদ্ধতা রয়েছে৷ কারণ পরিমাপ করে দেখা গেছে, সমুদ্রে ‘মনস্টার ওয়েভ'-এর সংখ্যা হিসেবের তুলনায় অনেক বেশি৷ সেই মডেল অনুযায়ী বড় আকারের ঢেউ দ্রুত উধাও হয়ে যায়৷ খুব বড় ঝড়ের ক্ষেত্রে ১০ মিটারেরও বেশি উঁচু ঢেউ সৃষ্টির সম্ভাবনা মাত্র শূন্য দশমিক শূন্য তিন শতাংশ৷

তবে পরিমাপ অনুযায়ী বড় আকারের ঢেউ ঘনঘন দেখা যাচ্ছে৷ ১০ মিটার উঁচু ঢেউয়ের সম্ভাবনা বাস্তবে এক শতাংশে দাঁড়িয়েছে৷ নিল্স ক্যার্পেন এর ব্যাখ্যা দিয়ে বলেন, ‘‘প্রচলিত ধারণা অনুযায়ী প্রত্যেকটি ঢেউয়ের নিজস্ব শক্তি রয়েছে৷ সেই শক্তি একত্র হয়ে বিশাল আকারের ঢেউ সৃষ্টি করতে পারে৷ পরে সেই একই শক্তি কাজে লাগিয়ে ঢেউগুলি আবার একে অপরের কাছ থেকে দূরে চলে যেতে পারে৷ নতুন তত্ত্ব অনুযায়ী সেই শক্তি এক ঢেউ থেকে অন্য ঢেউয়ে পাঠানো যেতে পারে৷ বাড়তি শক্তি পেয়ে একটি ঢেউ এগিয়ে যায়, অন্যটি শক্তি ত্যাগ করে দুর্বল হয়ে পড়ে৷''

অর্থাৎ ঢেউ তার প্রতিবেশীর কাছ থেকে শক্তি গ্রহণ করে বড় হয়ে উঠতে পারে, এমনকি ‘মনস্টার ওয়েভ' হয়ে উঠতে পারে৷ বড় জাহাজের জন্যও এমন ঢেউ বিশাল হুমকি হয়ে দাঁড়ায়৷

উলরিশ গ্র্যুনেভাল্ড/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য