1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিলিওনেয়ার ধরতে গেটস, বাফেট যাচ্ছেন ভারতে

২০ মার্চ ২০১১

বিল গেটস আর ওয়ারেন বাফেট৷ পরিচয় করিয়ে দেয়ার দরকার আছে কী তাঁদের? বিশ্বের অন্যতম ধনী লোক তাঁরা৷ গত বছর তাঁদের একটি প্রস্তাব বিশ্বে বেশ সাড়া ফেলে দিয়েছিল৷

https://p.dw.com/p/10cuO
বিল গেটসছবি: AP

প্রস্তাবটা ছিল বিলিওনেয়ারদের জন্য৷ তাঁদের অর্ধেক সম্পত্তি দান করে দেয়ার আহ্বান জানানো হয়েছিল৷ সেই আহ্বানে এখন পর্যন্ত সাড়া দিয়েছেন ৫৯ জন৷

এবার গেটস আর বাফেট যাচ্ছেন ভারতে৷ কারণ ফোর্বস ম্যাগাজিনের হিসেবে দেশটিতে ৫৫ জন বিলিওনেয়ারের বাস৷ বিশ্বের সবচেয়ে বেশি কোটিপতির বাস যেসব দেশে সেই তালিকায় ভারতের স্থান তিন নম্বরে৷ এই তালিকায় প্রথমে রয়েছে অ্যামেরিকা৷ তারপর চীন৷

USA Warren Buffet
ওয়ারেন বাফেটছবি: AP

তাই গত বছর সেপ্টেম্বরে গেটস আর বাফেট গিয়েছিলেন চীনে৷ সেখানে তাঁরা পার্টি করেছেন, একসঙ্গে খাবার খেয়েছেন বিলিওনেয়ারদের সঙ্গে৷ সেই সাথে তাঁদের বুঝিয়েছেন কেন মানব হিতৈষী কাজে অর্থ খরচ করা উচিত৷

ঠিক একই উদ্দেশ্য নিয়ে এবার ভারত যাচ্ছেন গেটস ও বাফেট৷ জানা গেছে, মঙ্গলবার তাঁরা যাত্রা শুরু করবেন৷ আর বৃহস্পতিবার নতুন দিল্লিতে কোটিপতিদের সঙ্গে বৈঠকে বসবেন৷

এমনিতে ভারতের ধনী লোকেরা মানবিক কাজে খুব একটা অর্থ খরচ করতে চান না৷ দেখা যাক, গেটস আর বাফেট তাঁদের এই মনোভাব পাল্টাতে পারেন কি না?

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই