1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘বিরোধীদের শেষ করতেই বিচার ’

হারুন উর রশীদ স্বপন, ঢাকা৩ অক্টোবর ২০১৩

অবশেষে নিরবতা ভেঙেছে প্রধান বিরোধী দল বিএনপি৷ এর আগে ট্রাইব্যুনাল ছয়জন জামায়াত নেতাকে দণ্ড দিলেও তখন কোনো প্রতিক্রিয়া জানায়নি বিএনপি৷ তবে এবার দলের নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ব্যাপারে নিরব থাকলো না তারা৷

https://p.dw.com/p/19szx
ছবি: Imago

মঙ্গলবার রায় ঘোষণার দিনও বিএনপি কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি৷ তবে রায়কে প্রত্যাখ্যান করে বিএনপিপন্থী আইনজীবীদের নেতা মাহবুব উদ্দিন আহমেদ বলেন, ‘‘এই বিচার প্রক্রিয়ার সঙ্গে যারা জড়িত তাদেরও বিচার হবে৷''

এরপর বুধবার সংবাদ সম্মেলনে বিএনপির ভাপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই রায়ে তারা বিস্মিত হয়েছেন৷ বিচারের নামে সরকার প্রতিপক্ষকে নির্মূল করার ষড়যন্ত্র করছে৷ তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে এই বিচারের স্বচ্ছতা এবং গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে৷ তাঁর কথায়, ‘‘সালাউদ্দিন কাদের চৌধুরী সুবিচার পাননি৷ তার প্রতি ন্যায়বিচার করা হয়নি৷ তার পক্ষে একজন বিচারকসহ দু'জনকে সাক্ষী দিতে দেয়া হয়নি৷ বরং তার রায় আইন মন্ত্রণালয়ে তৈরি হয়েছে, যা আগেই ফাঁস হয়ে যায়৷'' তিনি দাবি করেন, এর আগে ‘স্কাইপ' কথোপকথন ফাঁস হয়েছে, যা আগেই বিচার প্রক্রিয়াকে প্রশ্নের মুখে ফেলেছে৷ আর এবার রায় ফাঁস হওয়ায় দেখা দিয়েছে নতুন প্রশ্ন৷

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল সাংবাদিকদের কোনো প্রশ্নের জবাব দেননি৷ বিএনপি রায়ের প্রতিবাদে বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে৷ ঢাকায় বিক্ষোভ সমাবেশ হবে মহানগর বিএনপির উদ্যোগে৷ আর বুধবার চট্টগ্রামে হরতাল পালন করেছে স্থানীয় বিএনপি৷ উল্লেখ্য, সালাউদ্দিন কাদের চৌধুরী বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাংসদ৷

Bangladesch Salauddin Quader Chowdhury Urteil 01.10.2013 Dhaka
সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির আদেশ হওয়ায় বিএনপি বিম্মিতছবি: picture-alliance/dpa

এদিকে এর প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহাবুবুল আলম হানিফ ডয়চে ভেলেকে জানান, এই রায়ের মধ্য দিয়ে আবারো প্রমাণ হয়েছে যে, বিএনপি একটি যুদ্ধাপরাধীদের দল৷ তাই তারা শুরু থেকেই যুদ্ধাপরাধীদের বাঁচাতে নানা ধরণের তত্‍পরতা চালাচ্ছে৷ এখন তারা রায় ফাঁসের কথা বলছে৷ তবে যা হয়েছে তার সঙ্গে কারা জড়িত তা শিগগিরই প্রকাশ পাবে৷ তিনি বলেন, কোনো অপতত্‍পরতাই যুদ্ধাপরাধীদের বিচার থামাতে পারবে না৷

এদিকে ট্রাইব্যুনালের তদন্ত সমন্বয়কারী আব্দুল হান্নান খান ডয়চে ভেলেকে বলেন, এই বিচারের তদন্ত থেকে শুরু করে সব কিছু স্বচ্ছতার সঙ্গে হয়েছে৷ যারা বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে চায় তারা অস্বচ্ছতা এবং আন্তর্জাতিক মানের কথা বললেও, কখনো তার ব্যখ্যা দেয়নি৷ তাই তিনি দাবি করেন, সাকা চৌধুরীর পক্ষে কোনো সাক্ষীকে সাক্ষ্য দিতে বাধা দেয়া হয়নি৷ আর যে বিচারকের কথা বলা হচ্ছে, তিনি কখনোই ট্রাইব্যুনালে সাকার পক্ষে সাক্ষী দেয়ার আবেদন করেননি৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য