1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিরোধীদের প্রতি হাত বাড়িয়ে দিলেন ‘বাস্তববাদী’ ওবামা

২৬ জানুয়ারি ২০১১

কথার জাদুকর বারাক হুসেন ওবামা এতদিন তেমন কাজ দেখাতে পারেন নি৷ ‘স্টেট অফ দ্য ইউনিয়ন’ ভাষণে তিনি মধ্যপন্থার পথে এগোনোর অঙ্গীকার করলেন৷

https://p.dw.com/p/103Cu
‘স্টেট অফ দ্য ইউনিয়ন’ ভাষণ দিচ্ছেন ওবামাছবি: AP

স্মরণকালে কোনো মার্কিন প্রেসিডেন্টকে ঘিরে এত বেশি প্রত্যাশার সৃষ্টি হয় নি, যেমনটা বারাক ওবামার ক্ষেত্রে দেখা গেছে৷ অথচ ক্ষমতায় আসার পর নানা কারণে তিনি এখনো পর্যন্ত সেই বিপুল প্রত্যাশা পূরণ করতে পারেন নি৷ পোটোম্যাক নদীতে অনেক জল বয়ে গেছে৷ সংসদীয় নির্বাচনের পর বিরোধী রিপাব্লিকান দলের ক্ষমতা আরও বেড়ে গেছে৷ এমনকি আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ওবামার পরিণতি কী হবে, তা নিয়েও সন্দেহ দেখা দিয়েছে৷ এমন এক অবস্থায় ‘স্টেট অফ দ্য ইউনিয়ন' ভাষণে কথার এই জাদুকর কী বলেন, কীভাবে বলেন, তা জানার জন্য বিশাল কৌতূহলের সৃষ্টি হয়েছিল৷

আদর্শবাদী মানুষ হিসেবে ক্ষমতায় আসার পর পদে পদে বাধার সম্মুখীন হয়েছেন ওবামা৷ এমনকি নিজের ডেমোক্র্যাটিক দলের সব সদস্যও যে সব প্রশ্নে তাঁর পাশে দাঁড়াতে প্রস্তুত নয়, সেটাও তিনি হাড়ে হাড়ে টের পেয়েছেন৷ ফলে এবারের ভাষণে তিনি দলীয় রাজনীতির উর্দ্ধে উঠে দেশের মৌলিক সমস্যাগুলির সমাধানসূত্র তুলে ধরার চেষ্টা করেছেন এবং দুই দলের উদ্দেশ্যেই জাতীয় স্বার্থে এই নীতির প্রতি সমর্থনের আহ্বান জানিয়েছেন৷ নিন্দুকেরা এতকাল ওবামাকে বামপন্থী রাজনীতিকের তকমা দিয়ে এসেছে, যা মার্কিন প্রেক্ষাপটে বেশ নেতিবাচক৷ ‘স্টেট অফ দ্য ইউনিয়ন' ভাষণে ওবামা মূলত মধ্যপন্থা বেছে নিলেন৷

ক্ষমতায় এসেই তিনি যেসব যুগান্তকারী পদক্ষেপ নিতে চেয়েছিলেন, তার বেশিরভাগই ব্যর্থ হয়েছে৷ এবার তিনি সেই সব পরিকল্পনা এমন এক ‘বাস্তববাদী' মোড়কে পেশ করছেন, যার প্রতি সমর্থন আদায় করা একেবারে অসম্ভব হবে না৷ যেমন তিনি ২০৩৫ সালের মধ্যে বিকল্প জ্বালানির মাধ্যমে দেশের ৮০ শতাংশ বিদ্যুৎ উৎপাদন করার লক্ষ্যমাত্রা স্থির করেছেন৷ স্বাস্থ্য পরিষেবা কাঠামোর সংস্কার চালিয়ে যেতে তিনি নিজের সাফল্য তুলে ধরার বদলে রিপাব্লিকান দলের সহায়তা চেয়েছেন৷ করের হার কমানোর দাবির প্রেক্ষাপটে তিনি সরকারি ব্যয়ের মাত্রা বেঁধে দিয়ে বাজেট ঘাটতি কমিয়ে সেই পথে যেতে নীতিগতভাবে সম্মত হয়েছেন৷

২০১২ সালের প্রেসিডেন্ট নির্বাচনের বিষয়টিও ওবামার ভাষণে স্থান পেয়েছে৷ নিজের জয়ের চেয়ে দেশের স্বার্থকেই প্রাধান্য দিয়েছেন তিনি৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: জাহিদুল হক