1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিরোধী দলের আন্দোলনে জঙ্গীবাদের উত্থানের আশঙ্কা

১৭ অক্টোবর ২০১০

খালেদা জিয়ার বাড়িসহ ব্যক্তিগত ইস্যু নিয়ে বিরোধী দলের আন্দোলন দেশকে দুর্বল করে দেবে৷ আর এতে দেশে জঙ্গীবাদের উত্থান হবে বলে আশঙ্কা করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ওবায়দুল কাদের৷

https://p.dw.com/p/PgHy
Sheikh, Hasina, Bangladesh, Prime, Minister, বাংলাদেশ,
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া (ফাইল ছবি)ছবি: AP/DW

এদিকে, বিএনপির কেন্দ্রীয় নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী বলেছেন, খালেদা জিয়া ক্যান্টনমেন্টের বাড়িতে থাকতে পারবেন কিনা সে সিদ্ধান্ত নিতে হবে সেনাবাহিনীকে৷

আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের মনে করেন সিরাজগঞ্জে খালেদা জিয়ার জনসভার কাছে ট্রেন দুর্ঘটনা এবং নাটোরে উপজেলা চেয়ারম্যান হত্যায় প্রশাসন তার ব্যর্থতার দায় এড়াতে পারেনা৷ বিরোধী দল যেমন দায়িত্বহীন আচরণ করেছে, সরকারেরও তেমনি দায় রয়েছে৷

তিনি মনে করেন খালেদা জিয়ার বাড়িসহ ব্যক্তিগত ইস্যুতে বিএনপি আন্দোলনে যাচ্ছে৷ এসব ব্যক্তিগত ইস্যু নিয়ে আন্দোলন দেশকে দুর্বল করে দেবে৷ আর এর ফলে দেশে জঙ্গীবাদের উত্থান ঘটতে পারে৷ পাকিস্তান আফগানিস্তানের পর জঙ্গীদের টার্গেট এখন বাংলাদেশ৷

অন্যদিকে বিএনপির কেন্দ্রীয় নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী বলেছেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ক্যান্টনমেন্টের বাড়িতে থাকতে পারবেন কিনা সে সিদ্ধান্ত সেনাবাহিনীর নেয়া উচিত, সরকারের নয়৷ সাবেক সেনা প্রধানের বিধবা স্ত্রীকে তারা ক্যান্টনমেন্ট এলাকার বাড়িতে রাখবেন কিনা তা তারাই সিদ্ধান্ত নিক৷

তিনি দাবি করেন সরকারই বিরোধী দলের হাতে আন্দোলনের ইস্যু তুলে দিচ্ছে৷ এতে দেশে বড় ধরনের বিপর্যয় হতে পারে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: ফাহমিদা সুলতানা