1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিপাশার নতুন আশা, তানিয়ার বিপদ

২১ মার্চ ২০১১

বলিউড তারকা বিপাশা বসুর শেষ ছবি আক্রোশ তেমন সাড়া ফেলতে পারেনি বক্স অফিসে৷ কিন্তু তা সত্বেও দমে যেতে রাজি নন এই বাঙ্গালী সুন্দরী৷

https://p.dw.com/p/10d6u
আক্রোশ ছবির পোস্টারছবি: Eros Entertainment

‘আক্রোশ' ছবিতে ছোট একটি গ্রামে বাস করা গ্রাম্য মেয়ের চরিত্রে অভিনয় করেছেন বিপাশা৷ যেখানে পুরুষ শাসিত সমাজের চাপে নুয়ে পড়া এক মেয়ের চরিত্র ফুটিয়ে তুলেছেন তিনি৷ যদিও ছবিটি বাণিজ্যিকভাবে তেমন সফল হয়নি কিন্তু চরিত্রটি পছন্দ হয়েছে বিপাশা বসুর৷ ছবি সফল না হওয়ার কারণ হিসেবে এক সাক্ষাৎকারে বিপাশা বলেন, এই ছবিতে আমার চরিত্রটি যেমন ছিল আসলে আমার ভক্তরা সেভাবে আমাকে দেখতে প্রস্তুত ছিল না৷ তারা আমাকে ছবিতে সাহসী নারী হিসেবে দেখতে চায়৷ বিপাশা জানান, নতুন ছবি দম মারো দম ছবিতে তিনি আবারও ভক্তদের সামনে তার পুরনো চেহারায় ফিরছেন৷ তবে হিন্দি চলচ্চিত্রে তীব্র প্রতিযোগিতার কারণে আক্রোশের মত ছবির প্রস্তাবও অনেক সময় নিতে হয় বলে জানান ৩২ বছর বয়সী এই বলিউড তারকা৷

তানিয়া জায়েতা গ্রেফতার

এদিকে নাইটক্লাবে ঝামেলা করার কারণে গ্রেফতার করা হয়েছে বলিউডের তারকা তানিয়া জায়েতাকে। জানা গেছে, সোমবার রাতে একটি নাইটক্লাবে ছিলেন তিনি৷ সেখান থেকে তাঁকে পুলিশ গ্রেফতার করে অন্য জায়গায় নিয়ে যায়৷ তবে সেই নাইট ক্লাবে কী ঘটনা ঘটেছে, সেটা বিস্তারিত জানা যায়নি। রাত দেড়টার সময় নাইট ক্লাব থেকে পুলিশকে নাকি ফোন করা হয়৷ অস্ট্রেলীয় এই অভিনেত্রীর বিরুদ্ধে পুলিশের কাজে বাধা দান এবং বিশৃংখলা সৃষ্টির অভিযোগ আনা হয়েছে৷ আগামী ৪ এপ্রিল তানিয়াকে এজন্য আদালতেও দাঁড়াতে হচ্ছে বলে জানা গেছে৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য