1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিন লাদেনের মৃত্যুর পর বাংলাদেশে জঙ্গিবাদ

৪ মে ২০১১

ওসামা বিন লাদেনের সাথে আফগানিস্তানে একসঙ্গে যুদ্ধ করেছে এমন জঙ্গি রয়েছে বাংলাদেশে৷ ওসামার মৃত্যুর পর জঙ্গিবাদি তৎপরতা বন্ধ না হলেও, বাংলাদেশে তাদের মাথাচাড়া দিয়ে ওঠার শক্তি এখন নেই বলে ব়্যাব কর্মকর্তাদের ধারণা৷

https://p.dw.com/p/119AK
১৯৯৮’এর ডিসেম্বরে দক্ষিণ আফগানিস্তানে ওসামা বিন লাদেন৷ ১৯৯৯’এ তার সঙ্গে শেখ ফরিদের পরিচয় হয়৷ছবি: AP

গত সপ্তাহে ব়্যাবের হাতে গ্রেফতার হওয়া হরকাতুল জিহাদ বাংলাদেশের প্রধান মাওলানা শেখ ফরিদ ১৯৯৯ সালে আফগানিস্তানে যুদ্ধ করেছেন বলে স্বীকার করছেন৷ তখন ওসামা বিন লাদেনের সঙ্গে তার পরিচয় হয় এবং তিনি ওসামার সাথে এক সঙ্গে যুদ্ধ করেন৷ যা জানান ব়্যাবের কমান্ডার মো. সোহাইল আহমেদ৷

আফগান যুদ্ধে অংশ নেয়া আরো জঙ্গি রয়েছে বাংলাদেশে৷ তাদের মধ্যে মাওলানা আব্দুস সালাম, মুফতি হান্নানে অন্যতম৷ তবে তাদের বেশিরভাগই এখন কারাগারে আটক৷ বাংলাদেশের জঙ্গিদের আন্তর্জাতিক নেটওয়ার্কও স্পষ্ট৷ তবে তারা এখন অতটা শক্তিশালী নয় বলে মনে করে ব়্যাব৷ আর ওসামার মৃত্যু তাদের জন্য বড় আঘাত৷

Security personnel inspect the courthouse after a bomb exploded in Gaizipur, about 32 kilometers (20 miles) north of capital Dhaka, Bangladesh, Tuesday, Nov. 29, 2005. A series of bombs exploded in two Bangladesh cities Tuesday, killing at least six people including two alleged bombers and two policemen, and injuring at least 66, in what appeared to be the latest in a string of attacks by militant Muslims intent on imposing harsh Islamic law in the country. (AP Photo/Pavel Rahman)
বামলাদেশেও জঙ্গিবাদ বারংবার আঘাত হেনেছে৷ছবি: AP

বাংলাদেশে এখন ৮টি জঙ্গি সংগঠন সক্রিয় থাকলেও তাদের বড় ধরনের কোন সহিংস ঘটনা ঘটানোর ক্ষমতা নেই বলে মনে করেন কমান্ডার সোহাইল৷ এর আগে বাংলাদেশে ৪টি জঙ্গি সংগঠন নিষিদ্ধ করা হয়৷ এপর্যন্ত ৭১১ জন শীর্ষ জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য