1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সংকট মেটাতে চান প্রেসিডেন্ট

১০ জুন ২০১৪

ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট ক্ষমতায় আসার পর রাশিয়ার সঙ্গে আবার সংলাপের পথ খুলে গেছে৷ প্রেসিডেন্ট পেট্রো পোরোশেঙ্কো ইউরোপের সঙ্গে মজবুত সম্পর্কের প্রতি তাঁর অঙ্গীকারের কথা বললেও রাশিয়ার সঙ্গে আলোচনাও তাঁর কাছে জরুরি৷

https://p.dw.com/p/1CEyD
শপথ গ্রহণ অনুষ্ঠানে পোরোশেঙ্কোছবি: Reuters

শনিবার প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করার পর একের পর এক সংকট সামলাতে শুরু করেছেন পোরোশেঙ্কো৷ চলতি সপ্তাহেই দেশের পূর্বাঞ্চলে সংঘাত বন্ধ করার অঙ্গীকার করেছেন তিনি, যদিও কী ভাবে সেটা সম্ভব হবে সে বিষয়ে কিছু বলেননি৷ সশস্ত্র বিদ্রোহীদের গুণ্ডা ও খুনি হিসেবে বর্ণনা করে তাদের সঙ্গে কোনোরকম সংলাপ চালাতে রাজি নন তিনি৷ উল্লেখ্য, সপ্তাহান্তেও সেখানে রুশপন্থি বিদ্রোহীদের সঙ্গে সরকারি বাহিনীর বিপুল সংঘর্ষ চলেছে৷ বিদ্রোহীরা অবশ্য সংঘর্ষ বন্ধ করার কোনো ইঙ্গিত দিচ্ছে না৷ রাশিয়ার অংশগ্রহণ ছাড়া এই সংকটের সমাধান যে সম্ভব নয়, শপথ গ্রহণের পর পোরোশেঙ্কো সেই বাস্তব স্বীকার করেছেন৷

দ্বিতীয় যে সমস্যা ইউক্রেনকে ভাবাচ্ছে, তা হলো রাশিয়া থেকে গ্যাস আমদানির অনিশ্চয়তা৷ ইউক্রেন এ ক্ষেত্রে রাশিয়ার উপর অত্যন্ত নির্ভরশীল৷ গ্যাস না পেলে বেহাল অর্থনীতির আরও অবনতি ঘটবে৷ রাশিয়ার গাসপ্রম একমাত্র আগাম মাশুলের বিনিময়ে গ্যাস সরবরাহ করার শর্ত চাপিয়েছিল৷ বুধবারের মধ্যে বকেয়া প্রায় ৩২০ কোটি ইউরো জমা না পড়লে গাসপ্রম সরবরাহ বন্ধ করার হুমকি দিয়েছে৷ মাশুল রাতারাতি বাড়িয়ে প্রায় দ্বিগুণ করার প্রতিবাদে ইউক্রেন এতদিন অর্থ দেওয়া বন্ধ রেখেছিলো৷ তাছাড়া বিষয়টি শুধু ইউক্রেন ও রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নেই৷ বাকি ইউরোপকে রাশিয়া যে গ্যাস সরবরাহ করে, তার প্রায় ১৫ শতাংশই যায় ইউক্রেনের মধ্য দিয়ে৷ তাই অচলাবস্থা কাটাতে ইউরোপীয় ইউনিয়নের মধ্যস্থতায় সোমবার ব্রাসেলস-এ ইউক্রেন ও রাশিয়ার মধ্যে আলোচনা শুরু হয়েছে৷ কিয়েভেও চলছে দুই পক্ষের মধ্যে সংলাপ৷

পোরোশেঙ্কো আরও বলেছেন, চলতি মাসেই তিনি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে এক ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করবেন৷ অর্থাৎ দেশকে তিনি ধাপে ধাপে ইউরোপীয় ইউনিয়নের সদস্য পদের দিকে চালনা করতে চান৷ এ ক্ষেত্রে রাশিয়ার আপত্তি ও সংশয় উপেক্ষা করে তিনি তাঁর লক্ষ্যে এগিয়ে যেতে চান৷

এসবি/ডিজি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য