1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিদেশি বিনিয়োগ ইস্যুতে সরকারকে ফেলে দেবার ডাক মমতার

৫ অক্টোবর ২০১২

ভারতের আর্থিক বাজারে প্রত্যক্ষ বিদেশি লগ্নির বিরুদ্ধে সরব তৃণমূল কংগ্রেস ও বামদলগুলি৷ কংগ্রেস-জোটের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনে সরকার ফেলে দেবার ডাক দিলেন মমতা বন্দোপাধ্যায়৷ বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সেটা কী সম্ভব?

https://p.dw.com/p/16LC1
ছবি: AP

কংগ্রেস-জোট সরকার থেকে তৃণমূল কংগ্রেস বেরিয়ে যাবার পর প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং একের পর এক আর্থিক সংস্কারে ছাড়পত্র দিয়ে যাচ্ছেন নির্ভয়ে৷ যেটা এতদিন শরিক দল তৃণমূল কংগ্রেসের বিরোধীতায় করতে পারেননি৷ প্রতিটি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সরকারকে এক পা এগিয়ে দু'পা পিছিয়ে আসতে হতো৷ সরকারকে নীতি পঙ্গুত্বের তকমা পর্যন্ত ধারণ করতে হয়েছিল ঘরে বাইরে৷

পর্যবেক্ষকরা মনে করছেন, কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে মমতার বেরিয়ে যাওয়াটা মনমোহন সিং-এর পক্ষে শাপে বর হয়েছে৷ খুচরো ব্যবসায় বিদেশি লগ্নি, ডিজেলের দাম বাড়ানো, রান্নার গ্যাসে ভরতুকি ছাঁটাই, বিমা ক্ষেত্রে বিদেশি বিনিয়োগের ঊর্ধ্বসীমা বাড়ানো এবং পেনসন ক্ষেত্রে বিদেশি লগ্নির দরজা খুলে দিতে দ্বিতীয়বার ভাবতে হয়নি প্রধানমন্ত্রীকে৷

এর বিরুদ্ধে হুমকি দিয়ে মমতা বলেছেন, সরকার লক্ষ্ণণরেখা পেরিয়েছে৷ এবার সরকার ফেলে দেবার সময় এসেছে৷ তাই ডাক দিয়েছেন সংসদে অনাস্থা প্রস্তাব আনার৷ তিনি কী কৃতকার্য হবেন? এই প্রসঙ্গে বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী উদয়ন বন্দোপাধ্যায় ডয়চে ভেলেকে বললেন, ‘‘আর্থিক সংস্কার কর্মসূচির জন্য সরকার গদিচ্যুত হয়নি৷ যেমন ১৯৯১ সালে মনমোহন সিং যখন শিল্পনীতি ঘোষণা করেছিলেন, তখন ডাঙ্কেল প্রস্তাব, গ্যাট চুক্তি নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল৷ বামপন্থীরা সর্বভারতীয় স্তরে আন্দোলন গড়ে তুলেছিলেন৷ মমতা তখন সরকারের দিকেই ছিলেন৷

Wahlen Indien Pranab Mukherjee
প্রেসিডেন্ট প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংছবি: AP

অনাস্থা প্রস্তাব যাতে সংসদে পাশ হয়, সেজন্য মমতা অ-কংগ্রেসি এবং অ-বিজেপি দলগুলিকে নিয়ে জোট বাঁধার চেষ্টায় আছেন৷ সংযুক্ত জনতা দল, বিজু জনতা দল, এআইএডিএমকে দলের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করেছেন তিনি ইতিমধ্যেই৷

বিদেশি বিনিয়োগ সংক্রান্ত বিলগুলি সংসদে কী পাশ করাতে পারবেন সরকার? বামদলগুলিও সংসদের ভেতরে বাইরে প্রতিবাদে সোচ্চার৷ বিল আটকাতে মরিয়া৷ লোকসভাতে পাশ হলেও রাজ্যসভাতে সরকারের সংখ্যাগরিষ্ঠতা নেই৷ সেক্ষেত্রে সংসদের যৌথ অবিবেশন ডেকে বিল পাশ করানো যেতে পারে৷

দেখে নেয়া যাক বর্তমানের রাজনৈতিক বাস্তবতাটা কী?এক্ষেত্রে বিজেপি'র অবস্থান নিয়ে সংশয় রয়েছে৷ সাধারণভাবে বিদেশি লগ্নিতে বিজেপি'র আপত্তি নেই৷ বিমাতে ২৬ শতাংশ বিদেশি লগ্নিতে বিজেপি'র সমর্থন ছিল৷ কিন্তু ঊর্ধ্বসীমা বাড়ানোর ফলে রাজনৈতিক বাধ্যবাধকতায় বিজেপি বলছে সব শ্রেণির স্বার্থ সুরক্ষিত রাখলে তবেই সমর্থনের প্রশ্ন উঠবে৷ সংসদের নিম্নকক্ষে ৫৪৩ জন সাংসদ৷ জোট সরকারে আছে ২৬০৷ ন্যূনতম সংখ্যা দরকার ২৭২৷ বিজেপি'কে পেলে হবে ৩৭৪৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান