1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিডিনিউজে ৫০ কোটি টাকা বিনিয়োগ

১৪ অক্টোবর ২০১৯

বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে ৫০ কোটি টাকা বিনিয়োগ করেছে নিউ ইয়র্কভিত্তিক একটি কোম্পানির সহযোগী প্রতিষ্ঠান ‘এলআর গ্লোবাল বাংলাদেশ'৷

https://p.dw.com/p/3REkH
Bangladesch DW Partner bdnews24.com Logo

এই বিনিয়োগের একটি বড় অংশ প্রতিষ্ঠানটির ডিজিটাল সংবাদ সেবার সম্প্রসারণ ও উদ্ভাবনে ব্যয় হবে৷ বাংলাদেশে কোনো ডিজিটাল মিডিয়া কোম্পানিতে এককভাবে এটাই সবচেয়ে বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগ৷

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী বলেন, "গত ১৩ বছরের চেষ্টায় সংবাদসেবার যে ধারা-প্রকৃতি আমরা গড়ে তুলেছি, তাকে নতুন পর্যায়ে নিয়ে যাওয়ার রসদ যোগাবে এই বিনিয়োগ৷ আমাদের ব্র্যান্ড, আমাদের কোম্পানি এবং সর্বোপরি আমাদের প্রতিশ্রুতিশীল ও মেধাবী কর্মীবাহিনী, যাদের মধ্যে কেউ কেউ সংবাদ পেশাজীবী হিসেবে দেশসেরা, আমাদের সবার জন্যই এটা বিরাট এক আস্থার প্রকাশ৷'‘

২০০৬ সালে মালিকানা ও ব্যবস্থাপনা বদলের পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বাংলাদেশে প্রথম ২৪ ঘণ্টা তাৎক্ষণিক সংবাদ পরিবেশন শুরু করে৷

তৌফিক ইমরোজ খালিদী বলেন, "সম্ভাব্য সব দিকে উন্নতি ঘটানোর চেষ্টা আমরা অব্যাহত রেখেছি; সময়ের উদ্ভাবনী মেজাজকে ধারণ করে এগিয়ে চলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ৷ অত্যন্ত আনন্দের সঙ্গে আমরা বলতে চাই, এ দেশের সংবাদমাধ্যমের ইতিহাসেও এটা নতুন এবং প্রথম৷ দেশের দ্বিতীয় বৃহত্তম অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি যখন এককভাবে সবচেয়ে বড় অংকের বিনিয়োগ নিয়ে আসে, তখন তাতে পারস্পরিক আস্থা ও অভীষ্টে পৌঁছানোর যৌথ সংকল্পেরই প্রকাশ ঘটে৷''  

আজকের এই যুগে সামাজিক যোগাযোগের মাধ্যমে যখন নিয়মিতভাবে বিভ্রান্তিকর তথ্য প্রকাশ ও শেয়ার করা হচ্ছে, কখনও কখনও তা করা হচ্ছে হীন উদ্দেশ্য নিয়ে, জটিল এই সময়েও সবচেয়ে নির্ভরযোগ্য সংবাদ উৎস হিসেবে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের অবস্থান ধরে রাখতে এই বিনিয়োগ সহায়ক হবে বলে মনে করেন খালিদী৷

তিনি বলেন, "এখন আমরা কেবল আমাদের কোটি পাঠকের কাছেই দায়বদ্ধ নই, এলআর গ্লোবালের ৩০ হাজার বিনিয়োগকারীর প্রতিও আমাদের দায়বদ্ধতা তৈরি হল৷''

এলআর গ্লোবালের প্রধান নির্বাহী কর্মকর্তা রিয়াজ ইসলাম গত সপ্তাহে ঢাকায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতা সারেন৷ তিনি বলেন, "আমাদের এই বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার প্রাথমিক কারণ তৌফিক ইমরোজ খালিদী এবং তার গড়ে তোলা ব্র্যান্ড, যার পেছনে রয়েছে আদর্শ, সততা ও কনটেন্টের মান বজায় রাখার ক্ষেত্রে দৃঢ় সংকল্প এবং অত্যন্ত সীমিত পুঁজি নিয়ে পাঠকের আস্থা ধরে রেখে আরও বেশি মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা৷

"সেই সঙ্গে অবশ্যই আমরা এই ব্র্যান্ডের দৃঢ় ভিত্তি, দেশ ও দেশের বাইরে এর কোটি পাঠকের বিশাল ব্যাপ্তি এবং ভবিষ্যতের সম্ভাবনার জায়গাগুলো বিবেচনা করেছি৷''

অটোমেশন আর কৃত্রিম বুদ্ধিমত্তার বৈপ্লবিক বিস্তারের এই সময়ে দ্রুততম সময়ে মানসম্মত নিউজ কনটেন্ট প্রকাশ ও পরিবেশনার দিকে ইংগিত করে তিনি বলেন, "বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন খাতে বিনিয়োগের ৩০ বছরের অভিজ্ঞতায় আমি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মত কোম্পানি খুব বেশি দেখিনি, যারা এই দ্বিতীয় যন্ত্রযুগে এত বিপুল সম্ভাবনা ধারণ করে৷ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ডিজিটাল প্ল্যাটফর্মের রয়েছে অপার সম্ভাবনা৷''

এসআই/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য