1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিচার বিভাগের দুর্নীতি তদন্তে কমিটি গঠন

২৩ জানুয়ারি ২০১১

বাংলাদেশের বিচার বিভাগের দুর্নীতি তদন্তে প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক রোববার একটি তদন্ত কমিটি গঠন করেছেন৷ কমিটি বিচারপ্রার্থীদের হযরানীর কারণ অনুসন্ধান করবে৷

https://p.dw.com/p/101HU
বিচারবিভাগের দুর্নীতির তদন্ত হবে৷ছবি: DW/Harun Ur Rashid Swapan

৫সদস্যের তদন্ত কমিটির প্রধান হলেন, আপীল বিভাগের বিচারপতি এসকে সিনহা৷ অন্য ৪ জন হলেন, বিচারপতি আনোয়ারুল হক, বিচারপতি একেএম ফজলুর রহমান, বিচারপতি মাইনুল ইসলাম চৌধুরী এবং বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী৷ বিচার বিভাগকে সর্বাধিক দুর্নীতিগ্রস্ত হিসেবে চিহ্নিত করা টিআইবির রিপোর্ট যথার্থ নয় বলে মত দেয়ার পরও এই কমিটি গঠন করা হল৷ সুপ্রিমকোর্টের ভারপ্রাপ্ত তথ্য কর্মকর্তা আনিসুর রহমান সংবাদমাধ্যমকে জানান, প্রধান বিচারপতি নিজস্ব প্রজ্ঞা এবং বিবেচনায় এই কমিটি গঠন করছেন৷ কমিটি বিচারপ্রার্থীদের হযরানীর কারণ অনুসন্ধান এবং তার প্রতিকার খুঁজে বের করতে কাজ করবে৷

তবে সুপ্রিমকোর্টের সাবেক বিচারপতি গোলাম রব্বানী ডয়চে ভেলেকে জানান, এর মাধ্যমে খুব বেশি কাজ হবে বলে তিনি মনে করেন না৷ কারন বাংলাদেশের আইন ও বিচার ব্যবস্থায় গলদ আছে৷

বিচার বিভাগে ঢালাও দুর্নীতি আছে বলে মনে করেন না গোলাম রব্বানি৷ তবে নিম্ন পর্যায়ে কিছু দুর্নীতি রয়েছে৷ তিনিও মনে করেন টিআইবির রিপোর্ট সঠিক তথ্য ভিত্তিক ছিলনা৷

বিচারপতি গোলাম রব্বানী বাংলাদেশে বিচারপ্রার্থীদের হয়রানীর কথা স্বীকার করেন৷ তিনি বলেন বিচারকাজে দীর্ঘসূত্রিতাই হয়রানীর অন্যতম কারণ৷

টিআইবির ২৩শে ডিসেম্বর প্রকাশিত রিপোর্টের ওপর সুপ্রিম কোর্ট একটি তদন্ত কমিটি গঠন করে৷ ওই কমিটি টিআইবি'র রিপোর্টকে সুনির্দষ্ট না বলে প্রচারমূলক বলে মন্তব্য করে৷

প্রতিবেদন : হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা : সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়